নির্মাতা রায়হান রাফীর সিনেমা মানেই চমকের ছড়াছড়ি। এই যেমন এখন তিনি শাকিব খান এবং সাবিলা নূরকে নিয়ে ‘তাণ্ডব’ সিনেমার শুটিং করছেন। অথচ আগে কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে, এই সিনেমায় সাবিলা অভিনয় করবেন।
অনেকটা গোপনীয়ভাবেই সিনেমার দৃশ্য ধারণ করছেন নির্মাতা। তবে ঐ যে, ভক্তরা ঠিকই বের করে ফেলেছেন নায়িকা কাহিনি!
এবার আরেকটি চমকের কথা শোনা যাচ্ছে। সেটি হল, ‘তাণ্ডব’ সিনেমায় থাকছেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে পর্দা শেয়ার করছেন তিনি।
বলা প্রয়োজন, ‘তাণ্ডব’ সিনেমার ৭০ শতাংশ শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
রায়হান রাফী গণমাধ্যমকে জানান, ‘তুফান’-এর তুলনায় এবার অনেক বেশি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন তিনি।
রাফী জানিয়েছেন, সিনেমাটিতে বিদেশি ফাইট ডিরেক্টর ও টেকনিশিয়ানদের যুক্ত করা হয়েছে। তবে এই নির্মাতা এখনই কিছু জানাতে চাননা। অনেক চমক থাকছে সিনেমাটিতে, এতটুকুই জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তি পাবে ঈদুল আজহায়।