পরিবর্তন করা হলো রোশান ও বুবলী অভিনীত ‘পুলসিরাত’ সিনেমার নাম।
জানা গেছে, আপত্তির মুখে সিনেমাটির নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’।
এ বিষয়ে চিত্রনায়ক রোশান বলেন, “পুলসিরাত’ ইসলামিক নাম বলে এটি পরিবর্তন করতে বলা হয়েছে। যদিও সিনেমাটি ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামেই সরকারি অনুদান পেয়েছিল।”
তবে পরবর্তীতে যখন প্রিভিউ কমিটিতে জমা দেয়া হয় সিনেমাটি, তখন নাম পরিবর্তন করতে বলা হয়।
পরিচালক রাখাল সবুজ এ বিষয়ে বলেন, “পুলসিরাত’ নামের সঙ্গে ইসলামিক নামের সামঞ্জস্য রয়েছে। এ কারণে নাম পরিবর্তন করতে হয়েছে। কিন্তু যখন অনুদান পেয়েছি, তখন এই নামই ছিল।”
নির্মাতা বলেন, “পুলসিরাত’ নামটা আকর্ষণীয় ছিল। নামের ওপর ভিত্তি করে একটি গানও রয়েছে সিনেমাতে। সেটা থাকবে এবং একটি ট্যাগ লাইন রেখেছি- ‘বাহাত খবরদার, পুলসিরাত হইমু পার’।”
বলা প্রয়োজন, ‘সরদার বাড়ির খেলা’ সিনেমায় রোশানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী।
উল্লেখ্য, আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে ‘সরদার বাড়ির খেলা’।