ডিসেম্বরেই জানা যায়, জয়া আহসান অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটি রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে। সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সিনেমাটি উৎসবে প্রদর্শিত হবে।
উৎসবে অংশ নিতে জয়া পৌঁছে গেছেন নেদারল্যান্ডসের রটারড্যামে। অভিনেত্রী নিজে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন এই খবর।
বলা প্রয়োজন, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
উল্লেখ্য, আগামী মে মাসে সিনেমাটি ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে।