ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলান আর মার্কিনী অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে। দু’জনেই যেন ক্রমশ বিশ্বের অন্যতম ক্ষমতাধর জুটি হয়ে ধরা দিচ্ছেন বিশ্ব চলচ্চিত্রে। কারণ, খবর মিলেছে তৃতীয়বারের মতো এই জুটি মিলিত হচ্ছে নতুন সিনেমায়।
সম্প্রতি ঘোষণা করা হয়েছিলো বিশ্ববিখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের সাথে তৃতীয়বারের মতো কাজ করতে যাচ্ছেন অ্যান। তবে সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। তার আগেই অবশ্য দারুণ প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যান, ফের নোলানের সিনেমাসঙ্গী হতে পেরে।
অভিনেত্রী এরপর যোগ করেছেন, ক্রিস্টোফার নোলানের সাথে আরও একবার কাজ করার সুযোগ পাওয়া তাকে কতটা আনন্দিত করেছে। অ্যান বলেন, ‘আমি ক্রিস (নোলান) এবং এমাকে (নোলানের স্ত্রী) অনেক ভালোবাসি। তাদের জগতে আমন্ত্রিত হওয়া, নিজেকে সেরা জায়গাগুলোর মধ্যে খুঁজে পাওয়ার মতো।’
সূত্র: দ্য হলিউড রিপোর্টার