বেন অ্যাফ্লেক এবং জেনিফার লোপেজের জীবনের গল্প সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। তুমুল প্রেম, বাগদানও সম্পন্ন হয়, ঠিক তখন হঠাৎ করেই আসে তাদের বিচ্ছেদের ঘোষণা। এরপর দীর্ঘ সময় গড়িয়েছে, দু’জনেই ভিন্ন সম্পর্কে থিতু হয়েছিলেন। তবে নিয়তি বোধ হয় তাদের পুনর্মিলন চেয়েছিলো। শেষ পর্যন্ত সেটাও হয়। কিন্তু দুই বছর গড়াতেই সম্পর্ক ভাঙে এই দম্পতির।
জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেকের বিবাহ বিচ্ছেদের ঘোষণা আসে চলতি বছরের শুরুর দিকে। তাদের বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া এখনও চলমান। সবাই ভেবেছিলো, দু’জনার দু’টি পথ বুঝি এবার সত্যি সত্যি দু’দিকে গেছে বেঁকে।
কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে তারা আবার একসাথে! শুধু তাই নয়, দারুণ ছুটির আনন্দ উপভোগ করছেন বেন-লোপেজ!
আসলে ঘটনাটি মোটেও এমন নয়। মূলত জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক ক্রিসমাস উপহার বিনিময়ের জন্য এদিন এক হয়েছিলেন।
২০২১ সালে শেষবার এই দম্পতিকে এমনভাবে পরিবারের সাথে সময় কাটাতে দেখা গিয়েছিলো। একটি বিশাল পারিবারিক আয়োজনে তারা একসাথে হয়েছিলেন। সেখানে ছিলেন বেনের প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারও। এমনকি বেন-গার্নারের ৩ সন্তান (ভায়োলেট, সেরাফিনা ও স্যামুয়েল) উপস্থিত ছিলেন। লোপেজের সাথে ছিলো তার আগের পক্ষের ২ যমজ সন্তান (ম্যাক্স ও এমমে)। লোপেজের প্রাক্তন স্বামী মার্ক অ্যান্থনিও সেদিন উপস্থিত ছিলেন।
লোপেজ এবং বেন দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র ‘পেজ সিক্স’কে জানিয়েছে, ২ বছরের একটি চমৎকার রোম্যান্টিক সম্পর্ক ভাঙার পরও তারা একে অপরের জীবনে বন্ধু হয়েই থাকবেন, একে অপরের সাহায্যে এগিয়ে আসবেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস