X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!

বিনোদন ডেস্ক
১১ মে ২০২৫, ১৬:৫৩আপডেট : ১১ মে ২০২৫, ১৮:১৬

জেনিফার লোপেজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বেন অ্যাফ্লেক এখন ‘ব্যাচেলর’! এমনকি তিনি হলিউডের সবচেয়ে ‘কাঙ্ক্ষিত ব্যাচেলর'-এর তকমা পেয়েছেন।

সম্প্রতি এই অভিনেতাকে প্রশ্ন করা হয় যে, তিনি আবার হলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর তকমা পাচ্ছেন, কেমন বোধ করছেন তিনি? অ্যাফ্লেক তার সাবলীল দক্ষতার সাথে হেসে উত্তর দেন, ‘খুব ভালো।’ বেন অ্যাফ্লেক এমনিতে বেন পুরোদস্তুর প্রেমিক পুরুষ। এই বছরের জানুয়ারিতে পপ তারকা জেনিফার লোপেজের সাথে বিবাহবিচ্ছেদের পর অভিনেতা বেশ কয়েকটি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে গুজব রয়েছে।

এমনকি তিনি কেমন নারী পছন্দ করেন, সেটিও বলেছেন।  

সম্প্রতি বেন পশ্চিম হলিউডের একটি অনুষ্ঠানে অংশ নেন। সেখানে এক ফটোগ্রাফার তাকে প্রশ্ন করেন, ‘আপনি এখনও ল্যাটিনাদের পছন্দ করেন কি?’ ফটোগ্রাফার তার প্রাক্তন স্ত্রী জেনিফার লোপেজের কথা উল্লেখ করে বলেন, তিনি তো পুয়ের্তো রিকোতে জন্মগ্রহণ করেন এবং বিশ্বব্যাপী বিখ্যাত ল্যাটিন-আমেরিকান গায়িকাদের একজন।

তার প্রশ্নের উত্তরে বেন জানান, তিনি ল্যাটিন-আমেরিকান মেয়ে পছন্দ করেন। বেন অ্যাফ্লেক এর আগে অ্যাফ্লেক আরেক ল্যাটিন অভিনেত্রী আনা ডি আরমাসের সাথেও ডেট করেন। যদিও খুব অল্প সময়ের জন্য তারা সম্পর্কে জড়িয়েছিলেন।  

জানা গেছে, ব্যাটম্যান অভিনেতা তার প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নার এবং তাদের তিন সন্তান - ভায়োলেট, স্যামুয়েল এবং সেরাফিনার সাথে অনেক সময় কাটাচ্ছেন। এমনকি তিনি আবার সিনেমায় ফিরে আসতে পেরে ভালো বোধ করছেন।

বেনের এক ঘনিষ্ঠ বন্ধু সম্প্রতি ইনটাচকে জানিয়েছেন, ‘বেন যখন কারও সাথে দীর্ঘমেয়াদী সম্পর্কে থাকেন যাকে তিনি সম্মান করেন এবং তিনি সবচেয়ে বেশি খুশি হন তখন তিনি দেখেন তার বিপরিত জন দক্ষতায় তার সমানে সমান।’

তিনি বেন সম্পর্কে এও বলেছেন যে, ‘বেন তার জীবনে কয়েকবার এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এবং তিনি আরেকটু সুন্দর সম্পর্কে জড়াতে চান। এমনকি সম্ভব হলে আরও সন্তান জন্ম দেওয়ার জন্য উদগ্রীব।’ বেন ও লোপেজ বলা প্রয়োজন, ২০২২ সালে জর্জিয়াতে বেন ও লোপেজ বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৫৫ বছর বয়সী গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ ২০২৪ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/সিবি/
সম্পর্কিত
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
বিবাহ বিচ্ছেদে যে শিক্ষা পেলেন লোপেজ
বিবাহ বিচ্ছেদে যে শিক্ষা পেলেন লোপেজ
আবার একসঙ্গে বেন ও লোপেজ!
আবার একসঙ্গে বেন ও লোপেজ!
সুদর্শন সহকর্মীদের দিকে ঝুঁকছেন লোপেজ!
সুদর্শন সহকর্মীদের দিকে ঝুঁকছেন লোপেজ!
বিনোদন বিভাগের সর্বশেষ
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
মা’কে নিয়ে তারকাদের স্মৃতিকাতরতা
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!