প্রথমদিনেই যেন ঝড় বয়ে গেল কানের মঞ্চে। রীতিমত বোমা ফাটালেন মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরো।
৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে (১৩ মে) সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হয় অস্কারজয়ী রবার্ট ডি নিরোকে। পুরস্কার গ্রহণ করে ট্রাম্পের কড়া সমালোচনা করেন ৮১ বছর বয়সী অভিনেতা। ডোনাল্ড ট্রাম্পকে ‘শিল্পবিরোধী প্রেসিডেন্ট’ আখ্যা দিয়ে ‘শিল্পের শত্রু’ বলে অভিযোগ তোলেন তিনি।
যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর থেকেই সিদ্ধান্তটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সেই আঁচ লাগলো কানের মঞ্চেও।
তিনি বলেন, ‘আমার দেশে এখন গণতন্ত্রের জন্য মরিয়া লড়াই চলছে। যেটা একসময় আমরা স্বাভাবিক বলে ধরে নিয়েছিলাম, তা এখন হুমকির মুখে। এই লড়াই আমাদের সবার। কারণ, শিল্প তৎপরতাই হচ্ছে গণতান্ত্রিক।’
তিনি আরও বলেন, ‘শিল্প একতাবদ্ধ করে, সত্য অনুসন্ধান করে, বৈচিত্র্যকে আলিঙ্গন করে। এ কারণেই স্বৈরাচারীরা শিল্পকে ভয় পায়, আমাদের ভয় পায়।’
তার এই কথায় তখন গ্র্যান্ড লুমিয়ের থিয়েটারের ভেতর করতালির শব্দে ফেটে পড়ে।
ডি নিরো এরপর ট্রাম্পের দিকে তার বাক্যবাণ ছুঁড়ে দেন। তিনি বলেন, ‘সৃজনশীলতার কোনো দাম হতে পারে না, কিন্তু ট্রাম্প তাতে কর বসাতে চান। এটা শুধু যুক্তরাষ্ট্রের সমস্যা নয়, এটি বৈশ্বিক সংকট। তিনি শিল্প, মানবিকতা এবং শিক্ষার ক্ষেত্রে তহবিল সহায়তা হ্রাস করেছেন। এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত চলচ্চিত্রের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আপনি সৃজনশীলতার ওপর মূল্য নির্ধারণ করতে পারেন না। এই সমস্ত আক্রমণ অগ্রহণযোগ্য। সিনেমার মতো আমরা সবাই বিষয়টি বসে বসে দেখতে পারি না। আমাদের কাজ করতে হবে এবং আমাদের এখনই কাজ করতে হবে।’
শেষে তিনি বলেন, ‘যারা স্বাধীনতার কথা ভাবেন তাদের সকলেরই সংগঠিত হওয়ার, প্রতিবাদ করার সময় এসেছে। আজ রাতে এবং পরবর্তী ১১ দিন ধরে, আমরা এই গৌরবময় উৎসবে শিল্প উদযাপনের মাধ্যমে আমাদের শক্তি এবং প্রতিশ্রুতি প্রদর্শন করছি। স্বাধীনতা, নৈতিকতা, ভ্রাতৃত্ব।’
পুরস্কার গ্রহণ করে ডি নিরো বলেন, ‘কান উৎসব আমার হৃদয়ের খুব কাছের। যখন চারপাশের দুনিয়া টুকরা টুকরা হয়ে যাচ্ছে, তখন কান আমাদের একত্র করে গল্পকার, নির্মাতা, দর্শক আর বন্ধুদের। যেন ঘরে ফেরা।’
উল্লেখ্য, ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ১৩ মে, শেষ হবে ২৪ মে।
সূত্র: দ্য হলিউড রিপোর্টার