দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর কান চলচ্চিত্র উৎসবে হাজির হলেন টম ক্রুজ। ৭৮তম কান উৎসবের দ্বিতীয় দিন(১৪ মে) যখন টম ফটোকলে অংশ নিলেন, মুহূর্মুহূ ক্যামেরার ফ্লাশ জ্বলে উঠলো। এরমধ্যে বাংলা ট্রিবিউন-এর ক্যামেরা ঠিকঠাক খুঁজে নিয়েছে টমকে! ধরা পড়েছে তার কিছু মুহূর্ত!
সর্বশেষ ‘টপ গান: ম্যাভেরিক’ নিয়ে কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন টম। এবার তিন বছর পর ১৪ মে ‘মিশন: ইম্পসিবল- ফাইনাল রেকনিং’ নিয়ে ফিরে এলেন তিনি।
ফটোগ্রাফারদের ক্যামেরার লেন্সে তখন একজনই-টম ক্রুজ! কিছু কিছু মুহূর্ত উঠে এসেছে বাংলাট্রিবিউনের ক্যামেয়ায়!
ম্যাককোয়ারি মঞ্চে একটি সাক্ষাৎকারের জন্য বসেন, কিন্তু ছবিটির জন্য কোনও সংবাদ সম্মেলন হয়নি। অর্থাৎ, ক্রুজ এবং ছবির টিম সাংবাদিকদের কোনও প্রশ্নের মুখোমুখি হয়নি।
বলা প্রয়োজন, এটি কিংবদন্তি হলিউড তারকার তৃতীয় কান সফর। প্রথমবার তিনি এসেছিলেন ১৯৯২ সালে, রন হাওয়ার্ডের ছবি ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’-এর প্রিমিয়ারে। দীর্ঘ বিরতির পর ২০২২ সালে তিনি আবার কানে ফিরেছিলেন ‘টপ গান: ম্যাভরিক’ নিয়ে। সেই সফর ছিলো একেবারে স্মরণীয়—আবেগঘনভাবে তাকে প্রদান করা হয়েছিল গৌরবসূচক পাম দ’র, আর তার মাস্টারক্লাস ছিলো দর্শকদের হৃদয় ছুঁয়ে যাওয়া এক অভিজ্ঞতা।
‘মিশন: ইম্পসিবল- ফাইনাল রেকনিং’ ২১ মে মুক্তি পাচ্ছে ফ্রান্সে আর যুক্তরাষ্ট্রে ২৩ মে।
উল্লেখ্য, ফ্রান্সের কানসৈকতে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ১৩ মে, শেষ হবে ২৪ মে।