জানুয়ারি থেকে শিরোনামহীনের বিরতিহীন সিঙ্গেল!

শিরোনামহীন ছবি- সাজ্জাদ২০১৬ সালে দুই দশক পূর্ণ করতে যাচ্ছে ব্যান্ড শিরোনামহীন। তাই বছরব্যাপী বিশাল আয়োজন করতে চলেছে এ ব্যান্ডটি। পরিকল্পনার এ কথাটি জানালেন ব্যান্ডের সদস্যরাই।
তারা উদ্যোগ নিয়েছেন, প্রতি মাসে একটি করে গান মুক্তি দেওয়ার। সে হিসেবে ১২ মাসে প্রকাশ পাবে ১২টি গান।
পরিকল্পনার আদ্যপান্ত পাওয়া গেল প্রধান ও গিটারিস্ট জিয়া রহমানের কাছে। তিনি বললেন, ‘গত ২০ বছর আমরা শ্রোতাদের ভালোবাসায় পূর্ণ। আর এ ভালোবাসা পেয়েছি গানের মাধ্যমে। তাই গানে গানেই এটি উদযাপন করতে চাই। আমাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে গান প্রকাশ শুরু হবে। যদিও ব্যান্ডের জন্মদিনটি হলো পহেলা বৈশাখ। কিন্তু আমরা বছরব্যাপী এ আয়োজন করতে চাই। তাই জানুয়ারি থেকে গান প্রকাশ শুরু হবে।’
ব্যান্ডের সদস্যরা জানালেন, আপাতত সিডি আকারের অ্যালবাম প্রকাশের ইচ্ছে নেই তাদের।
সিঙ্গেলগুলো প্রকাশ হবে ব্যান্ডটির নিজস্ব ওয়েবসাইট ও অনলাইনের আউটলেটের মাধ্যমে। প্রায় ২০০টি আউটলেটে এগুলো বিনামূল্যে পাওয়া যাবে।


এছাড়া ২০ বছরপূর্তি স্মরণীয় করে রাখতে ব্যান্ডটি বেশ কিছু স্মারক উপহার প্রস্তুত করছে। ভক্তরা চাইলে সেগুলো সংগ্রহ করতে পারবে।

ছবি: সাজ্জাদ হোসেন

/এম/