হাজার কোটির অভিজাত ক্লাবে ‘আরআরআর’

এসএস রাজামৌলির ‘আরআরআর’ শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী ঢেউ তুলেছে। সেই সুবাদে ছবিটি হাজার কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করলো। 

হাজার কোটি রুপি আয়ের অভিজাত ক্লাবে এর আগে ভারতের দুটি ছবি কেবল ঢুকেছে। এগুলো হলো ‘দঙ্গল’ এবং ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’।

ভারতের সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল ছবির তালিকায় ‘আরআরআর’ এখন তৃতীয়। দুই নম্বরে আছে এসএস রাজামৌলির আরেক ছবি ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ (১ হাজার ৮১০ কোটি রুপি)। আর শীর্ষে আছে বলিউড তারকা আমির খানের ‘দঙ্গল’ (২ হাজার ২৪ কোটি রুপি)।

জুনিয়র এনটিআর ও রাম চরণ

‘আরআরআর’ হলো রাইজ, রোর ও রিভোল্ট শব্দ তিনটির অদ্যাক্ষর। দুই স্বাধীনতা সংগ্রামী রামারাজু ও ভীমকে কেন্দ্র করে এর গল্প। তারা ব্রিটিশ সাম্রাজ্য ও হায়দরাবাদের নিজামের বিরুদ্ধে লড়ে। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী ছবির দুই সুপারস্টার জুনিয়র এন.টি. রামা রাও ও রাম চরণ। এছাড়া স্বল্প উপস্থিতির দুটি চরিত্রে আছেন অজয় দেবগণ ও আলিয়া ভাট। 

গত ২৫ মাার্চ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আরআরআর’। এরপর ১৭ দিনে হাজার কোটি রুপি ঘরে তুললো ছবিটি।