তারকা যখন ভোটার

‘প্রতিক্রিয়া সাইবেরিয়ার তুষারপাতের মতো ভীষণ শীতল’

তারকারাও ভোটার। সাধারণ মানুষের মতো তারাও উৎসাহ নিয়ে ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার কথা। সে ভাবনা থেকে জানতে চাওয়া, কে কোন আসনের ভোটার। এবারের নির্বাচন নিয়ে ভাবছেনই বা কী! ঠিক এমন ১০ প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতেই নানা অজুহাতে এড়িয়ে গেছেন সিংহভাগ সিংহ তারকা! যেমন জয়া আহসান বলেছেন, তিনি এসব বিষয়ে কথা বলতে নারাজ! মিশা সওদাগর বলেছেন, নির্বাচনের সময় তিনি থাকবেন যুক্তরাষ্ট্রে। আবার পূর্ণিমা এগিয়ে একধাপ! বললেন, তার নাকি ভোটার হওয়ার বয়সই হয়নি! হাবিব ওয়াহিদের ভাষ্য, সুরের ভেলায় ভেসে বেড়ান বলে নির্বাচনের অভিজ্ঞতা তার নেই! তবে সাত-পাঁচ না ভেবে যে ক’জন রাজনৈতিক সচেতন তারকা আগ্রহ দেখিয়েছেন এই ভোটের গল্পে, তাদের মধ্যে অন্যতম নির্মাতা আশফাক নিপুণ। পড়ুন তারসঙ্গে কথোপকথন-

এক. এবারের জাতীয় নির্বাচন নিয়ে আপনার প্রতিক্রিয়া কেমন? 

আশফাক নিপুণ: প্রতিক্রিয়া সাইবেরিয়ার তুষারপাতের মতো ভীষণ শীতল।

দুই. কোন আসনের ভোটার আপনি?

আশফাক নিপুণ: চট্টগ্রাম ৯ আসনের।

আশফাক নিপুণতিন. ভোট দেবেন?

আশফাক নিপুণ: না।

চার. এর আগে ভোট দিয়েছেন, অভিজ্ঞতা কেমন?

আশফাক নিপুণ: দিয়েছি। অভিজ্ঞতা ভালো, দেয়ার পরের অভিজ্ঞতা মৃদুমন্দ।

পাঁচ. ভোটার হিসেবে কেন্দ্রে কেমন পরিবেশ চান এবার? 

আশফাক নিপুণ: আমি যে ধরণের পরিবেশ চাই সেটা দেয়ার সামর্থ্য ‘মনে হয়’ এই নির্বাচন কমিশনের নেই।

আশফাক নিপুণছয়. আপনার পছন্দের প্রার্থীর প্রতি প্রত্যাশা কী?

আশফাক নিপুণ: আমার বা আমাদের পছন্দ-অপছন্দে কোনও প্রার্থীর কিছু যায় আসে কি?

সাত. ভোটারদের জন্য কিছু বলবেন…

আশফাক নিপুণ: চাচা আপন পরাণ বাঁচা।

আট. আপনার এলাকায় এবার কয়জন নির্বাচন করছে। তাদের চেনেন?

আশফাক নিপুণ: একজনকেই চিনি যিনি সরকারি দলের মনোনয়নপ্রাপ্ত। ডামি প্রার্থীদের চেনার দরকার আছে কি?

আশফাক নিপুণনয়. যে’কজন শোবিজ তারকা প্রার্থী হয়েছেন, তাদের নিয়ে কিছু বলার আছে? 

আশফাক নিপুণ: কি আর বলবো! ‘চুন খেয়ে গাল পোড়ে, দই দেখলে ভয় করে।’

দশ. রাজনীতি নিয়ে আপনার কোনও ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি? 

আশফাক নিপুণ: বাংলাদেশে যা চলছে সেটা অপরাজনীতি; রাজনীতি নহে। চলমান সহিংস অপরাজনীতি নিপাত যাক এই কামনা করা ছাড়া আপাতত কোনও পরিকল্পনা নেই।আশফাক নিপুণ