মাঝে খানিক বিরতির পর ফের ওটিটি পর্দায় উঠছে আলোচিত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর নতুন সিরিজ। নাম ‘গুলমোহর’। নির্মাতা হিসেবে এটি তার তৃতীয় ওয়েব সিরিজ। এই সিরিজের মাধ্যমে প্রায় ৩ বছর পর পর্দায় ফিরছেন শাওকী।
এদিকে, ‘গুলমোহর’ সিরিজে অভিনয়ের জন্য প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ভারতীয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। দর্শকরা প্রথমবারের মতো দেশের কোনা কনটেন্টে দেখতে যাচ্ছেন এই গুণী অভিনেতাকে।
নির্মাতা শাওকীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ’শাওকী তার কাজের ব্যাপারে খুব পরিষ্কার। তিনি জানেন কী করতে চান, কীভাবে করতে চান।’
মিস্ট্রি–ড্রামা ঘরানার সিরিজটির পোস্টার ক্যাপশন আরও একটু রহস্য বাড়িয়ে দিল যেন। এতে লেখা হয়েছে, ’ক্ষমতার লোভে কেটে গেছে সম্পর্কের সুর!’ এমন একটি বাক্য কিসের ইঙ্গিত দেয়?
নির্মাতা আগেই জানিয়েছেন, এটি একটি পরিবারের গল্প। তাহলে কী এ পরিবারকে ঘিরেই মিস্ট্রি আর ড্রামার আনাগোনা?
গুলমোহর’-এর আরেক অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান বলেন, “গুলমোহর’ হল পরম্পরা অথবা কর্মের বয়ান, যার শেষে অবধারিতভাবে কর্মফল রয়েছে।”
বলা প্রয়োজন, ৫ মে রাতে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে ’গুলমোহর’ সিরিজের পোস্টার। যেখানে জানা গেছে গুরুত্বপূর্ণ সব চরিত্র সম্পর্কে।
উল্লেখ্য, ১৫ মে মুক্তি পেতে যাচ্ছে শাওকী নির্মিত চরকি অরিজিনাল ‘গুলমোহর’।