অপি করিম, কাজ করেন বেছে বেছে। স্বভাবে এদিক দিয়ে খানিকটা নাক উঁচুই বলা হয় তাকে। তবে তিনি তা মানতে নারাজ। ব্যস্ততা সামলে অভিনয়ের ফুসরত কম পান বলেই তাকে পর্দায় কম দেখ যায়, এমনটাই মত এই অভিনেত্রীর।
তবে এবার তিনি ফিরছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলের বস হয়ে!
সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন তারা। এই কাজের মধ্য দিয়ে প্রথমবারের মতো একইসঙ্গে পর্দা ভাগ করলেন অপি-পাভেল।
‘ফরন রেফ্রিজারেন্ট গ্যাস’-এর বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাদের। এটি পরিচালনা করেছেন নাট্যনির্মাতা সাগর জাহান।
নির্মাতা বলেন, ‘অপিকে নিয়ে পরপর দুটি বিজ্ঞাপনে কাজ করলাম। আমি যে কোনও বিজ্ঞাপন করার আগে পণ্যের গুণগত মান জানার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হয়নি।’
বলা প্রয়োজন, ঈদুল আজহায় অপি করিম অভিনীত ‘উৎসব’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরলেন তিনি। ফ্যামিলি ড্রামা ঘরানার এই ছবিতে অপির অভিনয় দারুণ প্রশংসা কুড়াচ্ছে।