ইয়েমেনে বোমা বিস্ফোরণে নিহত ২

ইয়েমেনে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত দুইজন। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর সানা বিশ্ববিদ্যালয়ের কাছে এ বোমা হামলা চালানো হয়। হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানান, হঠাৎ করেই বোমা বিস্ফোরিত হয়। এতে রাস্তার পাশে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুইজন।

এই বিস্ফোরণের সময় ওই এলাকায় হুথিদের একটি অনুষ্ঠান চলছিল। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

Yemen

মঙ্গলবারের এই হামলার একদিন আগে সোমবার দেশটিতে আইএসের আত্মঘাতী হামলায় নিহত হন ৪৫ জন। ইয়েমেনের বন্দর নগরী এডেনে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী তরুণদের লাইনের কাছে আইএসের দুটি আত্মঘাতী বোমা হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। এতে অন্তত ৬০ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ইয়েমেনের সেনাসদস্য। সেনাবাহিনীতে যোগ দিতে আসা নতুন সদস্যদের লাইনে দাঁড়িয়ে বোমাটি বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলকারী।

সোমবার এডেনের খোরমাকসার জেলার বদর সেনাঘাঁটির বাইরে এ হামলা হয়। এখান থেকেই প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদির সরকার পরিচালিত হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের ছবিতে দেখা যায়, সেনারা ইউনিফরম পরা সহককর্মীদের রক্তাক্ত দেহ সরিয়ে নিচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম বিস্ফোরণের পর দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ ঘটেছে সামরিক ঘাঁটির ভেতরে। তবে দ্বিতীয় বিস্ফোরণে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সূত্র : আল জাজিরা।

/এমপি/