X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলা

রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৪, ২০:০৫আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ২০:৪২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন যুদ্ধবিরতির আলোচনা প্রত্যাখ্যান করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ বাড়াচ্ছেন তার অতি ডানপন্থি মিত্ররা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, তিনি যদি রাফাহ শহরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের ওপর হামলা করার সিদ্ধান্ত থেকে সরে আসেন, তবে তার সরকারের স্থিতিশীলতা হুমকির মধ্যে পড়বে। এদিকে, একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে সোমবার (২৯ এপ্রিল) হামাসের প্রতিনিধিদের কায়রোতে আসার কথা রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মিসরীয় সীমান্তবর্তী রাফাহ শহরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা শুরু হওয়ার আগেই গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টা বাড়াচ্ছেন মধ্যস্থতাকারীরা। অঞ্চলটির অন্যান্য অংশে হামলার কারণে এই শহরে বাস্তুচ্যুত প্রায় ১০ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিচ্ছেন। এদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে, হামাসের বাকি চারটি ব্যাটালিয়ন রাফাহ শহরে রয়েছে। তাই বেসামরিকদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরই সেখানে আক্রমণ করার ঘোষণা দিয়েছে দেশটি।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের আন্তসীমান্ত হামলার পর ওইদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। টানা ছয় মাসেরও বেশি সময় ধরে চলছে এই যুদ্ধ।

যুদ্ধবিরতি নাকি হামলা

আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, ইসরায়েল যদি একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় তবে আক্রমণের পরিকল্পনাগুলো ‘টেকসইভাবে স্থগিত’ রাখা হবে। এসময় এই চুক্তির আওতায় ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে হামাসের হাতে জিম্মি কয়েক ডজন ইসরায়েলিকে মুক্তি দেওয়া হবে।

ইসরায়েলি প্রটেস্ট: রয়টার্স

রবিবার নেতানিয়াহুকে রাফাহতে হামাসের ওপর স্থল হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে না আসার আহ্বান জানিয়েছিলেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এদিকে, উচ্চ বেসামরিক হতাহত এবং মানবিক বিপর্যয়ের ঝুঁকির কারণে শহরটিতে হামলার পরিকল্পনা বাতিল করার জন্য আন্তর্জাতিক মিত্রদের চাপের মধ্যে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

আপনার কোনও ক্ষমতা থাকবে না

সাংবাদিকদের দেওয়া একটি ভিডিও সাক্ষাৎকারে নেতানিয়াহুকে সম্বোধন করে স্মোট্রিচ বলেন, যুদ্ধবিরতিতে সম্মত হওয়া একটি অপমানজনক পরাজয় হবে। এসময় তিনি আরও বলেন, হামাসকে নির্মূল করতে ব্যর্থ হলে ‘আপনার হাতে সরকারের কোনও ক্ষমতা থাকবে না।’

স্মোট্রিচের এমন মন্তব্য পুলিশমন্ত্রী ইতামার বেন-গভিরের মন্তব্যকেই প্রতিফলিত করছে।

একটি দায়িত্বজ্ঞানহীন চুক্তি, সরকারের বিলুপ্তি

৩০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার পোস্ট করা আগের একটি বার্তা শেয়ার করেছেন ইতামার। ওই পোস্টটি তিনি এর আগে ইসরায়েল-হামাসের মধ্যে হওয়া একটি যুদ্ধবিরতি আলোচনার সময় শেয়ার করেছিলেন। সেটিতে পুলিশমন্ত্রী লিখেছিলেন, ‘রিমাইনন্ডার: একটি দায়িত্বজ্ঞানহীন চুক্তি, সরকারের বিলুপ্তি।’

রয়টার্স বলছে, এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি নেতানিয়াহুর কার্যালয় এবং তার রক্ষণশীল লিকুদ পার্টি মন্ত্রীরা। তার মুখপাত্রদের সঙ্গে সোমবার যোগাযোগের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পাওয়া যায়নি।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
হাইপারসনিক অস্ত্র-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করবে জাপান ও যুক্তরাষ্ট্র
জাবালিয়ায় ১২ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের
ক্রিমিয়ায় ৫টি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার
সর্বশেষ খবর
এক শতাংশ ভোটার এলেও নির্বাচন গ্রহণযোগ্য: ইসি হাবিব
এক শতাংশ ভোটার এলেও নির্বাচন গ্রহণযোগ্য: ইসি হাবিব
হাইপারসনিক অস্ত্র-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করবে জাপান ও যুক্তরাষ্ট্র
হাইপারসনিক অস্ত্র-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করবে জাপান ও যুক্তরাষ্ট্র
সরকারের একমাত্র কাজ নিজেদের বিত্ত তৈরি ও অন্য দেশের স্বার্থ রক্ষা করা: মির্জা ফখরুল
সরকারের একমাত্র কাজ নিজেদের বিত্ত তৈরি ও অন্য দেশের স্বার্থ রক্ষা করা: মির্জা ফখরুল
ক্রিকেটের ‘প্রথম মডিউলার’ স্টেডিয়ামে হবে ভারত-বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
ক্রিকেটের ‘প্রথম মডিউলার’ স্টেডিয়ামে হবে ভারত-বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
রণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
উদ্বিগ্ন হোয়াইট হাউজরণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ