দুর্নীতির অভিযোগে গুয়াতেমালার দুই সাবেক মন্ত্রী গ্রেফতার

গুয়াতেমালার দুই সাবেক মন্ত্রীকে দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়েছে। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় গঠিত এক তদন্ত কমিশনের অংশ হিসেবেই গ্রেফতার করা হয় ওই দুই সাবেক মন্ত্রীকে।

ম্যানুয়েল লোপাজ অ্যামব্রোসিও এবং মাউরিসিও লোপাজ বনিলা নামের ওই দুই সাবেক মন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যয় করার অভিযোগ রয়েছে। জনগণের অর্থ ব্যয় করে একটি হেলিকপ্টার কিনে তৎকালীন প্রেসিডেন্ট ওট্টো পেরেজ মলিনাকে উপহার দেন তারা।

ম্যানুয়েল লোপাজ অ্যামব্রোসিও

প্রেসিডেন্ট মলিনা এই অভিযোগ অস্বীকার করেছেন। মলিনা সরকারের সময় ম্যানুয়েল লোপাজ অ্যামব্রোসিও প্রতিরক্ষামন্ত্রী এবং মাউরিসিও লোপাজ বনিলা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

ওট্টো পেরেজ মলিনা (ডানে)

ওই হেলিকপ্টার উপহার দেওয়া ছাড়াও আরও বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

আরও পড়ুন: প্রেসিডেন্টকে অপসারণ প্রশ্নে গণভোট এ বছর নয়: মাদুরো

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট মলিনাকেও গ্রেফতার করা হয়। জনগণের প্রবল প্রতিবাদের মুখে মেয়াদ শেষ হওয়ার চার মাস আগেই ক্ষমতা ছেড়ে দেন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার একদিন পর ২ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়।  সূত্র: বিবিসি

/ইউআর/