হিটলারের বই প্রকাশ করে সমালোচনার মুখে ইতালির সংবাদপত্র

অ্যাডলফ হিটলারের বই প্রকাশ করে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছে ইতালির সংবাদপত্র ইল জুনেল। হিটলারের মেইন ক্যামফ বইটির টীকাযুক্ত একটি কপি প্রকাশ করে তা বিনামূল্যে বিতরণ করছে ওই সংবাদপত্রটি।

ইতালির প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তকে ‘নোংরা’ বলে অভিহিত করেছেন। এ ছাড়াও অনেকের দাবি, নিজেদের বেচাবিক্রি বাড়ানোর জন্য ওই বইটিকে ব্যবহার করছে ইল জুনেল।

_89949898_a2e35a04-79b9-47b8-98ce-e45cbad8652d

তবে সংবাদপত্রটি দাবি করছে, নাৎসিবাদের নেতিবাচক দিক সম্পর্কে পাঠককে শিক্ষিত করে তোলাই ছিল ওই বইটি প্রকাশের মূল উদ্দেশ্য।শনিবার থেকে একটি ইতিহাস বই বিক্রি করছে ইল জুনেল। ওই বইটি কিনলে হিটলারের বইটি বিনামূল্যে দেওয়া হচ্ছে ক্রেতাকে।

ইল জুনেলের সম্পাদক আলেসান্দ্রো সালুসতি বলেন, ‘নেতিবাচক বিষয়গুলো সম্পর্কে বোঝাপড়া খারাপ সময়কে ফিরে আসতে বাধা দেয়।’

হিটলার আলোচিত ওই বইটি লিখেছিলেন ১৯২৫ সালে, ক্ষমতায় আসার আট বছর আগে।

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে গুয়াতেমালার দুই সাবেক মন্ত্রী গ্রেফতার

উল্লেখ্য, হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত জার্মানির সেনা ও রাজনৈতিক নেতা ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ৬০ লক্ষ ইহুদিসহ হাজার হাজার মানুষ হত্যা করেন।

 

সূত্র: বিবিসি

/ইউআর/