প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, রূপান্তরকামী সেনা সদস্যদের নিয়োগ, আবাসন ও ইউনিফর্ম নিশ্চিত করার বিধান রাখা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি হিসেবে আনুষ্ঠানিকভাবে এরিক ফ্যানিং-এর দায়িত্ব গ্রহণের পর এমন সিদ্ধান্ত নেওয়া হলো। তিনিই প্রথম সমকামী ব্যক্তি যিনি মার্কিন সেনাবাহিনীতে শীর্ষ পর্যায়ের বেসামরিক কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। এর আগে ২০১১ সালে নারী সমকামী ও পুরুষ সমকামীদের ওপর থেকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।
রূপান্তরকারীদের ওপর আরোপ করা ওই নিষেধাজ্ঞাকে পুরনো ধ্যানধারণা এবং ক্ষতিকারক বলে মনে করেন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। এক বছর আগে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার জন্য কাজ শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন তিনি।
ন্যাশনাল সেন্টার ফর ট্রান্স জেন্ডার ইকুয়্যালিটির হিসেব অনুযায়ী মার্কিন সেনাবাহিনীতে ১৫ হাজার রূপান্তরকামী থাকলেও তারা প্রকাশ্যে কাজ করতে পারেন না। সূত্র: বিবিসি, নিউ ইয়র্ক টাইমস
/এফইউ/বিএ/