যুক্তরাষ্ট্র থেকে দুই রুশ কূটনীতিক বহিষ্কার

দুই রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্রমস্কোতে এক মার্কিন কূটনীতিকের ওপর হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার দুই কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি জানান, ওই দুই রুশ কর্মকর্তাকে ১৭ জুনের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ওই দুই কূটনীতিকের নাম প্রকাশ করেননি তিনি।
কিরবি জানান, জুনের প্রথম দিকে রাশিয়ার এক পুলিশ কর্মকর্তা মস্কোয় মার্কিন দূতাবাসের কাছে এক মার্কিন কূটনীতিকের ওপর হামলা চালায়। রাশিয়া এ ব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। তবে রাশিয়ার কর্মকর্তাদের দাবি, ওই কূটনীতিক মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে কাজ করতেন। তিনি ওই পুলিশ কর্মকর্তাকে তার পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
গত মাসে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছিলেন, রাশিয়ার নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা মস্কোতে মার্কিন কূটনীতিকদের হয়রানি করে যাচ্ছেন। তবে সে অভিযোগ নাকচ করে দেয় রাশিয়া।
/এফইউ/