X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৪, ২৩:০২আপডেট : ০৪ মে ২০২৪, ২৩:০২

কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে উপসাগরীয় রাষ্ট্রটি। কাতার সরকারের পুনর্মূল্যায়নের সাথে পরিচিত এক কর্মকর্তা শনিবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসাবে কাতারের ভূমিকা পর্যালোচনার অংশ হিসাবে,  দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ করে দিতে পারে কাতার সরকার। সেই সঙ্গে দীর্ঘ সাত মাস ধরে চলা এই যুদ্ধবিরতিতে কাতার মধ্যস্থতা চালিয়ে যাবে কিনা, সেই বিষয়টিও বিবেচনা করেছে দেশটি।

শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট বলেছে, হামাস যদি ইসরায়েলের সাথে যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাহলে দোহা থেকে যেন গোষ্ঠীটিকে বের করে দেওয়া হয়, সেই কথা কাতারকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রভাবশালী উপসাগরীয় রাষ্ট্র কাতারকে প্রধান নন-ন্যাটো মিত্র মনে করে ওয়াশিংটন। অথচ গত ৭ অক্টোবরের পর থেকে হামাসের সাথে সম্পর্কের জেরে  যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনার মুখে পড়েছে কাতার।

ইসরায়েলি জিম্মি মুক্ত করতে একটি চুক্তিতে পৌঁছাতে হামাসের ওপর কাতার চাপ প্রয়োগ না করলে, দেশটির সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে জো বাইডেনের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন কিছু মার্কিন আইনপ্রণেতা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও হামাসকে চাপ দিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন। কাতার এবং ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক নেই। তবে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে উভয় পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে কাতার।

গত মাসে কাতার জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারী হিসাবে নিজেদের ভূমিকার পুনর্মূল্যায়ন করছে তারা। মধ্যস্থতাকারী হিসেবে কাতারের প্রচেষ্টাকে পয়েন্ট স্কোর করতে চাওয়ায়, তাদের ভূমিকার অবমূল্যায়ন করা হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।

নাম প্রকাশ না করার শর্তে কাতারের ওই কর্মকর্তা আরও বলেছেন, কাতার যদি মধ্যস্থতায় না থাকে তাহলে দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয় চালু রাখার কোনও মানে থাকবে না।

/এস/
সম্পর্কিত
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
দৃঢ় প্রতিরোধ হামাসেরজাবালিয়ায় ট্যাংক-বুলডোজার নিয়ে ঢুকেছে ইসরায়েলি সেনারা
সর্বশেষ খবর
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
যে জাদুঘরের পরতে পরতে মুক্তিযুদ্ধের ইতিহাস
যে জাদুঘরের পরতে পরতে মুক্তিযুদ্ধের ইতিহাস
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির