৭ বছর পর মুক্ত ভারতের প্রবীণ মাওবাদী গৌর চক্রবর্তী

প্রবীণ মাওবাদী নেতা গৌর চক্রবর্তীভারতের প্রবীণ মাওবাদী গৌর চক্রবর্তী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। নিজের বিরুদ্ধে আনীত সব অভিযোগ থেকে খালাস পাওয়ার পর মঙ্গলবার তাকে মুক্তি দেওয়া হয়। গৌর চক্রবর্তী ভারতের মাওবাদীদের মুখপাত্র হিসেবেও পরিচিত।

এর আগে একইদিন গৌর চক্রবর্তীর বিরুদ্ধে আনীত সব অভিযোগ খারিজ করে দেন কলকাতার দায়রা আদালতের বিচারক কুমকুম সিং। তদন্তকারী সংস্থা সাত বছর ধরে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর পর্যাপ্ত প্রমাণ হাজির করতে না পারায় আদালত তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়।

২০০৯ সালের জুলাই থেকে কারাগারে বন্দি ছিলেন গৌর চক্রবর্তী। লালগড় আন্দোলনের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জঙ্গলমহলে আদিবাসীদের সংগঠিত করতেও তার বড় রকমের ভূমিকা ছিল।

২০০৯ সালের জুন মাসে পার্ক স্ট্রিটের একটি টেলিভিশন চ্যানেলের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এর কিছুদিন আগেই কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই-মাওবাদী)-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তিনিই প্রথম মাওবাদী যাকে বেআইনি কর্মকাণ্ডরোধ আইনে গ্রেফতার করা হয়। তাকে প্রেসিডেন্সি কারাগারে রাখা হয়েছিল। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।

/এএ/এমপি/