X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জিততে যে পরিকল্পনা মোদি ও বিজেপির

আন্তর্জাতিক সংবাদ
০৭ মে ২০২৪, ১৬:০১আপডেট : ০৭ মে ২০২৪, ১৯:১৯

ভারতজুড়ে চলছে ছয় সপ্তাহ ব্যাপী সাধারণ নির্বাচনের ভোট। দেশটির শহরের অলিতে গলিতে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বড় বড় পোস্টার। সেগুলোতে মোদিকে দরিদ্রদের হাতে ত্রাণ তুলে দিতে দেখা যাচ্ছে।

নির্বাচনে জয়ের বিপুল ভোটে জয়ের আশা করছে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এ জন্য দলটি এখন তার জনপ্রিয়তার ওপর নির্ভর করছে। তারা বলছেন,  মোদি দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি এনেছে, পরিকাঠামোর উন্নতি করেছেন এবং বিশ্বে ভারতকে একটি উন্নত অবস্থানে নিয়ে গেছেন।

হিন্দু জাতীয়তাবাদী দল এবং তার মিত্ররা এবার লোকসভার ৫৪৩টির মধ্যে ৪০০টি আসন জয়ের ‍উচ্চবিলাসী লক্ষ্য নির্ধারণ করেছে। ২০১৯ সালে দলটি ৩৫২টি আসন জিতেছিল। বিরোধীদের আসন বাগিয়ে নেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ কিছু নির্বাচনী এলাকায় স্থানীয় পর্যায়ের কৌশল প্রয়োগ করছে তারা।

এবারের নির্বাচনে মোদি বিরল তৃতীয় মেয়াদে জয়ী হতে পারেন এমন ইঙ্গিত দিয়েছে জনমত জরিপগুলো। তবে ভারতের ইতিহাসে শুধু একবারই ৪০০ আসন জেতার রেকর্ড রয়েছে। ১৯৮৪ সালে কেন্দ্র-বাম কংগ্রেস পার্টি নেত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর দলটি এই সংখ্যক আসনে জয়লাভ করেছিল৷

ডানপন্থি ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) কীভাবে বিরল এই রেকর্ড অর্জনে কাজ করছে এবং এতে দলটি কী কী বাধার সম্মুখীন হচ্ছে তা জানতে নয় এনডিএ কর্মকর্তা, তিন বিরোধী নেতা এবং দুই রাজনৈতিক বিশ্লেষকে সঙ্গে কথা বলেছে রয়টার্স। একইসঙ্গে জোটটির টার্গেট করা এমন ছয়টি বিরোধী আসনের ভোটারদের সঙ্গেও কথা বলেছে বার্তা সংস্থাটি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এনডিটিভি

তাদের বিজেপির তিনটি মূল কৌশল নিয়ে কথা বলেছেন। প্রথমত, জেষ্ঠ্য বিরোধী আইনপ্রণেতাদের আসন দখলের জন্য  তারকা প্রার্থীদের তালিকাভুক্ত করেছে বিজেপি। দ্বিতীয়ত, খ্রিস্টানদের মতো সংখ্যালঘুদে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দক্ষিণাঞ্চলে বিরোধীদের ভোটব্যাংক দখলে চেষ্টা করছে দলটি। এবং তৃতীয়ত, উত্তরাঞ্চলের বিরোধী-নিয়ন্ত্রিত কিছু আসনে বিজেপির ভোটারদের অবস্থান শক্তিশালী করতে রাজনৈতিক সীমানাকে কাজে লাগানোর চেষ্টা। 

বিজেপি নির্বাচনী কৌশল তত্ত্বাবধান করেন দলটির সভাপতি জে পি নাড্ডা। এপ্রিলে রয়টার্সকে তিনি বলেছিলেন, ‘কৌশল, সাংগঠনিক প্রতিশ্রুতি এবং কৌশলগত নমনীয়তার সংমিশ্রণ আগে না পাওয়া আসনগুলোতে বিজেপিকে এবার জিততে সহায়তা করবে।’

কিছু সমালোচক সতর্ক করে বলেছেন, তৃতীয় মেয়াদে আরও কট্টরপন্থি এজেন্ডার বিষয়ে বৃহৎ সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করবে বিজেপি। দলটি ইশতেহারে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর জোর দেওয়া হলেও তা বিয়ে এবং উত্তরাধিকারের মতো বিষয়গুলোতে ধর্মীয় ও উপজাতীয় গোষ্ঠীগুলোর জন্য আলাদা আইনি বিধান বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে।

তবে অনেক মুসলিম এবং উপজাতী গোষ্ঠী এই পরিকল্পনার বিরোধিতা করে। তাই দুই-তৃতীয়াংশ ভোটে এই বিল পাস করতে একটি সাংবিধানিক সংশোধনীর প্রয়োজন পড়বে।

কংগ্রেস পার্টির সভাপতি মল্লিকার্জুন খাড়গে রয়টার্সকে বলেছেন, ‘সংসদে যে কোনও নীতিগত বিষয়ে বিতর্ক এবং আলোচনার অবসান ঘটাতে একটি বিপুল সংখ্যাগরিষ্ঠতা চান মোদি।’

প্রাথমিকভাবে দুই ধাপের ভোটে ভোটারের কম উপস্থিতির কারণে বিজেপির ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের বিষয়ে আস্থা হারিয়ে ফেলছেন দলটির কিছু প্রচার বিষয়ক কর্মকর্তা। তবে দলটি এখনও পরবর্তী সরকার গঠনের আশা করছে।

 

সূত্র: রয়টার্স

/এএকে/
সম্পর্কিত
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের তদন্ত চায় জর্ডান
দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে সুলিভানের বৈঠক
সর্বশেষ খবর
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য
সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
জাপানিদের স্বাস্থ্যকর এই ৭ অভ্যাসের কথা জানতেন?
শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: সালমান এফ রহমান
শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: সালমান এফ রহমান
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ