সোমালিয়ায় আল-শাবাব হামলায় নিহত ১৩

somalia

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দুই গাড়ি ভর্তি বিস্ফোরক বিস্ফোরিত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।মঙ্গলবার আফ্রিকান ইউনিয়ন সেনাদলের এক ঘাঁটিতে এই গাড়ি বোমা হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা ও কর্তৃপক্ষ জানায়, মোগাদিসু বিমানবন্দরের কাছে অবস্থিত ওই ঘাঁটির প্রবেশমুখে প্রথম বিস্ফোরণটি ঘটে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে পার্শ্ববর্তী একটি সরকারি বাহিনীর চেকপোস্টে।

আরও পড়ুন: আন্তর্জাতিক সংবাদমাধ্যমে অপারেশন স্টর্ম-২৬

বানাদির প্রশাসনের মুখপাত্র বলেন, ‘দুইটি গাড়ির আত্মঘাতী বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নয়জনই জাতিসংঘের নিরাপত্তাকর্মী ও বাকি তিনজন সাধারণ নাগরিক। এছাড়াও এই হামলায় আরও পাঁচজন আহত হন।’

সশস্ত্র বাহিনী আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।     

সূত্র: আল জাজিরা 

/ইউআর/