যেভাবে গ্রেফতার করা হয় রাসেল স্কয়ারের ‘হামলাকারী’কে

ব্রিটেনের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থল রাসেল স্কয়ারে ছুরিকাঘাতের পর ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়। স্টান গান (অচেতনকারী বন্দুক) ব্যবহার করে ওই সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ।

লন্ডন পুলিশের হাতে থাকা স্টান গান

বুধবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে রাসেল স্কয়ারে হামলার খবর পেয়ে পুলিশ পাঁচ মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যায়। পুলিশ রাত ১০টা ৩৯ মিনিটের দিকে ইলেকট্রিক স্টান গান ব্যবহার করে ইলেকট্রিক শক দিয়ে ১৯ বছর বয়সী ওই সন্দেহভাজনকে অচেতন করে গ্রেফতার করে। সন্দেহভাজন তরুণকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে ছুরি হাতে তাকে লোকজনের ওপর হামলা করতে দেখেছেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ওই হামলায় নিহত হয়েছেন ষাটোর্ধ্ব এক নারী। আরও পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ ধারণা করছে, ‘হামলাকারী’ তরুণ ‘মানসিকভাবে অসুস্থ’। তবে সম্ভাব্য ‘সন্ত্রাসী সংযোগ’ থাকার বিষয়টিকেও নাকচ করেনি পুলিশ। পুলিশের বিশেষ সন্ত্রাসবাদবিরোধী ইউনিট পুরো বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। সরাসরি সন্ত্রাসবাদ না থাকলেও সন্ত্রাসবাদ দ্বারা প্রভাবিত হয়ে ওই তরুণ হামলা চালিয়ে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।

রাসেল স্কয়ারে নিরাপত্তা জোরদার

পুলিশের বিবৃতিতে বলা হয়, ওই হামলায় ছয়জন আহত হয়েছিলেন। এর মধ্যে এক নারী মৃত্যুবরণ করেন, তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ছুরিকাঘাতের পর ওই নারীকে ঘটনাস্থলেই চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছুরিকাঘাতের আগে নিহত ওই নারী স্প্যানিশ ভাষায় কথা বলছিলেন। হামলায় আরও দুই নারী এবং তিন পুরুষ আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

ফরেনসিক কর্মকর্তাদের অনুসন্ধান

হামলার পরপরই রাসেল স্কয়ারের সামনে কয়েকটি অ্যাম্বুলেন্স আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনার পর পুরো লন্ডনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফরেনসিক দল রাতভর অনুসন্ধান চালিয়েছে ঘটনাস্থলে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/