পক্ষত্যাগী কোরীয় কূটনীতিক ‘হতাশ’ ছিলেন

থায়ে ইয়ং হোযুক্তরাজ্য থেকে পরিবার নিয়ে ‘উধাও’ হওয়া উত্তর কোরীয় কূটনীতিক দেশটির সরকারের ওপর হতাশ ছিলেন। থায়ে ইয়ং হো নামের ওই কূটনীতিক সম্পর্কে এমনটাই  দাবি করেছে উত্তর কোরিয়ার চির প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র দক্ষিণ কোরিয়া।

উত্তর কোরিয়ার ওই কূটনীতিকের পক্ষ ত্যাগের ঘটনায় দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষকে উচ্ছ্বসিত বলেই প্রতীয়মান হয়েছে। বুধবার তারা জানিয়েছে, থায়ে ইয়ং হো বর্তমানে দক্ষিণ কোরিয়ায় রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, থায়ে ইয়ং হো হচ্ছেন এই মুহূর্তে দক্ষিণ  কোরিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর কোরীয় কূটনীতিক। তবে যুক্তরাজ্য থেকে তিনি কিভাবে সেখানে পৌঁছালেন সেটা এখনও নিশ্চিত নয়। তবে ধারণা হচ্ছে, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-ই তাকে এ সুযোগ করে দিয়েছে।

পক্ষ ত্যাগের আগে ওই কূটনীতিকের পুত্র কাম সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে নিজেকে গুটিয়ে নেন। এর আগে তিনি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সক্রিয় ছিলেন।

এর আগে এক খবরে বলা হয়েছিল, ওই কূটনীতিক তৃতীয় কোনও দেশে (দুই কোরিয়া ছাড়া) আশ্রয়ের আবেদন করেছেন।

কয়েক সপ্তাহ আগে সপরিবারে পশ্চিম লন্ডনের বাড়ি থেকে উধাও হয়ে যান থায়ে ইয়ং হো। পরে দূতাবাসের পক্ষ থেকে অনুসন্ধান চালিয়েও তার কোনও খোঁজ মেলেনি।

সপরিবারে ১০ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছিলেন থায়ে ইয়ং হো। তিনি সেখানে উত্তর কোরীয় রাষ্ট্রদূতের সহযোগী হিসেবে কর্মরত ছিলেন। তার দায়িত্ব ছিল ব্রিটিশদের কাছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের নামে ‘মিথ্যা ও অপপ্রচারমূলক’ বিভ্রান্তি দূর করা। নিজ দেশের ‘ভাবমূর্তি’ উন্নয়নে কাজ করা।

/এমপি/