লন্ডনের বহুতল ভবনে আগুন, ঘরহারা ৫০

পশ্চিম লন্ডনের একটি আবাসিক বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অর্ধশত মানুষ ঘরহারা হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

ভয়াবহ অগ্নিকাণ্ড

শুক্রবার (১৯ আগস্ট) বিকালের দিকে পশ্চিম লন্ডনের শেফার্ড’স কোর্ট এলাকার শেফার্ড’স বুশ গ্রিন নামক ১৮ তলার ওই অ্যাপার্টমেন্টের আট তলায় আগুন লাগে।

আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ওই অভিযানে অংশ নেন ১২০ জন দমকল সদস্য। তাদের সঙ্গে ছিল ২০টি অগ্নিনির্বাপক গাড়ি।

লন্ডনে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

লন্ডন ফায়ারব্রিগেড (এলএফবি) জানিয়েছে, তারা অন্তত ৪০টি জরুরি ফোনকল পেয়েছেন। একজন নারী ধোঁয়ার জন্য অসুস্থ হয়ে পড়েন। তবে অন্য কেউ আহত হননি বলে জানিয়েছে এলএফবি।

এলএফবি-র স্টেশন ম্যানেজার পল হবস বলেন, ‘অষ্টম তলা থেকে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের অনেক কষ্ট পোহাতে হয়েছে।’ 

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এসএ/