সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩

 

nonameসোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দুই হামলাকারীও রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

জঙ্গিগোষ্ঠী আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পুলিশ প্রাথমিকভাবে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক মানুষসহ ১০ জন নিহত হওয়ার কথা জানায়। পরে একজন স্বাস্থ্য কর্মকর্তা দ্বিগুণের বেশি মানুষ নিহত হওয়ার কথা জানান। গালকায়ো হাসপাতালের চিকিৎসক আহমেদ ‍সুগুল জানিয়েছেন, নিহতের সংখ্যা ২০-এর বেশি। এ সংখ্যা আরও বাড়তে পারে।

হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানান চিকিৎসক আহমেদ ‍সুগুল।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটির আধা-স্বায়ত্তশাসিত পুন্টল‌্যান্ড রাজ্যে স্থানীয় সরকারের সদর দফতর লক্ষ‌্য করে জোড়া আত্মঘাতী হামলা চালানো হয়।

প্রত‌্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা বলছেন, পরপর দুটি বড় ধরনের বিস্ফোরণের পর ব‌্যাপক গোলাগুলির শব্দ শুনেছেন তারা। স্থানীয় বাসিন্দা হালিমা ইসমাইল রয়টার্সকে বলেছেন, ‘দুটি বড় ধরনের বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রথমটি ছিল একটি ট্রাক বোমা, এর প্রায় এক মিনিটের মধ‌্যেই আরেকটি গাড়িবোমা। ঘটনাস্থলে আমার ভাই আহত হয়েছেন।’

হামলার দায় স্বীকার করে আল শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব বলেছেন, ‘দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে।’

উল্লেখ্য, সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েকদিন আগে হামলাস্থল পুন্টল্যান্ড রাজ্য থেকে এক আল শাবাব কমান্ডারকে গ্রেফতার করে।

/এমপি/