সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের হামলায় তুর্কি সেনা নিহত

nonameসিরিয়ার উত্তরাঞ্চলীয় জারাবলুস শহরে শনিবার রকেট হামলায় একজন তুর্কি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। তুরস্কের সেনাসূত্র জানিয়েছে, কুর্দিশ ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) নিয়ন্ত্রিত এলাকা থেকে নিক্ষিপ্ত রকেটের আঘাতে এসব তুর্কি সেনা হতাহত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট।

কুর্দিদের দাবি, তাদের হামলায় তিনটি তুর্কি ট্যাংক ধ্বংস হয়েছে।

পিওয়াইডি রাজনৈতিকভাবে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সহযোগী সংগঠন হিসেবে পরিচিত। তুরস্কে পিকেকে এবং তার সহযোগী সংগঠন নিষিদ্ধ।

এর আগে গত ২৪ আগস্ট ২০১৬ বুধবার সিরিয়ায় আইএস এবং কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে আঙ্কারা। শনিবার সিরিয়ার উত্তরাঞ্চলে আরও ছয়টি ট্যাংক পাঠায় তুরস্ক। এরইমধ্যে সেখানে ৫০টি ট্যাংক ও ৩৮০ জন তুর্কি সেনা মোতায়েন রয়েছে। তবে অভিযান শুরুর পর এই প্রথম সিরিয়ায় কোনও তুর্কি সেনার প্রাণহানির ঘটনা ঘটলো। 

তুরস্ক হুমকি দিয়েছে, সিরিয়া সীমান্ত থেকে যতক্ষণ পর্যন্ত ‘সন্ত্রাসী’ হুমকি মুছে না যাবে ততক্ষণ পর্যন্ত সিরিয়ায় তুর্কি সেনা অভিযান অব্যাহত থাকবে। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ঘোষণা করেছেন, তার দেশের সেনারা কুর্দি বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দমন করবে।
/এমপি/