সশস্ত্র আন্দোলন থেকে সরে আসার চুক্তি স্বাক্ষর ফার্কের, অস্ত্রবিরতি ঘোষণা

কলম্বিয়ার বিদ্রোহী সশস্ত্র সংগঠন ফার্ক তাদের অবস্থান থেকে সরে এসে নিরস্ত্র হওয়ার লক্ষ্যে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে দেশটির সরকারের সঙ্গে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় রবিবার মধ্যরাত থেকে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে তারা। একই সময়ে আগে থেকেই অস্ত্রবিরতির ঘোষণা দিয়ে রেখেছে কলম্বিয়ার সরকারও। এর মধ্য দিয়ে অর্ধশতাব্দিরও বেশি সময় ধরে চলা এক সহিংস বিদ্রোহী ইতিহাসের সমাপ্তির দিকে আরও অগ্রসর হলো কলম্বিয়া।

সশস্ত্র আন্দোলন থেকে সরে আসছে ফার্ক

বুধবার (২৪ আগস্ট) কিউবার রাজধানী হাভানায় ৫২ বছর ধরে চলে আসা বিদ্রোহের অবসান ঘটাতে ফার্ক বিদ্রোহী এবং কলম্বিয়া সরকারের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী ফার্ক সশস্ত্র বিদ্রোহের পথ ত্যাগ করে কলম্বিয়ার নিয়মতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করবে। সেই সঙ্গে বিদ্রোহীদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেবে সরকার।

চলতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি ফার্ক নেতারা ওই শান্তি চুক্তি নিয়ে বৈঠকে বসবেন। ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর ফার্ক-এর নিয়ন্ত্রণে থাকা কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে ওই ‘কনফারেন্স’ অনুষ্ঠিত হবে। আগামী ২ অক্টোবর শান্তি চুক্তি গ্রহণের বিষয়ে গণভোটের ডাক দিয়েছে কলম্বিয়া সরকার।

স্বাক্ষরিত হলো শান্তি চুক্তি

শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। এর পরই উল্লসিত জনতা নেমে আসে কলম্বিয়ার রাজধানী বোগোটার রাস্তায়। প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস এই চুক্তিকে ‘দুঃখ, দুর্দশা এবং যুদ্ধের ট্র্যাজেডি সমাপ্তির শুরু’ বলে উল্লেখ করেছেন। এর আগে দুই পক্ষ চলতি বছরের জুনে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করেছিল।

ফার্ক-এর সঙ্গে গত চার বছর ধরে শান্তি আলোচনা চলছিল। আর এতে মধ্যস্থতা করেছেন নরওয়ের নাগরিক ড্যাগ নায়ল্যান্ডার এবং কিউবা সরকার।

বোগোটায় মানুষের উল্লাস

১৯৬৪ সাল থেকে ফার্ক বিদ্রোহীরা কলম্বিয়া সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করেন। এতে এখন পর্যন্ত প্রায় দুই লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন। লাখ লাখ মানুষ হয়েছেন ঘরহারা। এটি লাতিন অঞ্চলে সবচেয়ে দীর্ঘস্থায়ী বিদ্রোহের ইতিহাস।

সূত্র: বিবিসি।

/এসএ/