X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ১৭:০৪আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৭:০৪

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালতের বাইরে নিজের গায়ে আগুন লাগিয়ে দেওয়া ব্যক্তির মৃত্যু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার (২০ এপ্রিল) ভোরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার নিউ ইয়র্কের একটি আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার চলাকালে ওই ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়েছিলেন। কর্মকর্তারা বলছেন, এই আত্মাহুতির চেষ্টার নিশানা ট্রাম্প ছিলেন না।

এনবিসি নিউজ জানিয়েছে, শনিবার ভোরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ বলেছে, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেছে।

কর্মকর্তারা এর আগে বলেছিলেন, তার অবস্থা আশঙ্কাজনক ছিল।

শুক্রবার আদালতের বাইরে অবস্থান নেওয়া বিভিন্ন টেলিভিশনের ক্যামেরার সামনে ওই ব্যক্তি নিজের গায়ে আগুন দেন। বেশ কয়েক মিনিট তিনি আগুনে পুড়েন।

এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে রিপোর্টারদের বলেছিলেন, তিনি বেশ কিছু সময় পুড়ছিলেন। খুব ভয়াবহ দৃশ্য ছিল তা।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেছিলেন, গায়ে দাহ্য তরল ঢেলে আগুন দেওয়ার আগে ওই ব্যক্তি একটি ব্যাগ থেকে কয়েকটি লিফলেট বের করে আকাশের দিকে ছুড়ে মারেন। লিফলেটগুলোর একটিতে ‘দুষ্ট কোটিপতিদের’ কথা থাকলেও ট্রাম্পের কোনও উল্লেখ ছিল না।

নিউ ইয়র্ক পুলিশ ওই ব্যক্তিকে ম্যাক্স আজ্জারেল্লো হিসেবে শনাক্ত করেছে। তিনি ফ্লোরিডার সেন্ট অগাস্টিনের বাসিন্দা। দৃশ্যত তিনি ট্রাম্প ও বিচারের জড়িত কাউকে নিশানা করেননি।

এক সংবাদ সম্মেলনে পুলিশের ডেপুটি কমিশনার তারিক শেপার্ড বলেছেন, এই মুহূর্তে আমরা তাকে একজন ষড়যন্ত্রবাদী তাত্ত্বিক হিসেবে চিহ্নিত করছি। এখান থেকে আমরা তদন্ত শুরু করব।   

 

/এএ/
সম্পর্কিত
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
সর্বশেষ খবর
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার ধোনির  ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ