প্যারাগুয়ে সেনাবাহিনীর আট সদস্য নিহত, সন্দেহের তীর বিদ্রোহীদের দিকে

নিয়মিত পেট্রল দেওয়ার সময় চোরাগোপ্তা হামলায় প্যারাগুয়ে সেনাবাহিনীর আট সদস্য নিহত হয়েছেন। দেশটির একটি সশস্ত্র বিদ্রোহী সংগঠন এই হামলা চালিয়ে থাকতে পারে বলে প্যারাগুয়ে সরকার সন্দেহ করছে।

এ পথেই হামলা চালানো হয়

প্যারাগুয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো দে ভারগাস জানিয়েছেন, দেশটির রাজধানী আসুনসিয়ন থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তরের আরোয়িতো গ্রামে এই হামলা চালানো হয়। সেনাবাহিনীর একটি দল নিয়মিত পেট্রলে গেলে তাদের ওপর বোমা হামলা এবং গুলি চালানো হয়। এতে আট সেনা সদস্য নিহত হন।

ফ্রান্সিসকো দে ভারগাস আরও জানান, তাদের ধারণা সেনাবাহিনীর নিয়মিত পেট্রলের পথে বোমা পুঁতে রেখেছিল হামলাকারীরা। সশস্ত্র বিদ্রোহী সংগঠন প্যারাগুয়ান পিপলস আর্মি (ইপিপি) এই হামলা চালিয়ে থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন।

২০০৮ সাল থেকে ইপিপি প্যারাগুয়েতে কার্যক্রম পরিচালনা করছে। মার্ক্সবাদ দ্বারা অনুপ্রাণিত এই বিদ্রোহীগোষ্ঠী দেশটির সম্ভ্রান্ত শ্রেণির ওপর হামলা চালাবে বলে ঘোষণা দিয়ে রেখেছে।

ইপিপি প্যারাগুয়ের উত্তরাঞ্চলেই তাদের সশস্ত্র বিদ্রোহ পরিচালিত করছে। দলটিতে সশস্ত্র সদস্য রয়েছে ৫০ থেকে ১৫০ জন। এখন পর্যন্ত তাদের সশস্ত্র হামলায় ৫০ জন নিহত হয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর এক প্রতিবেদন থেকে জানা যায়।    

/এসএ/