মেক্সিকো সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পশেষ পর্যন্ত মেক্সিকো সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ৩০ আগস্ট মঙ্গলবার এক টুইট বার্তায় এ সফরের বিষয়টি নিশ্চিত করেন রিপাবলিকান পার্টির এ প্রেসিডেন্ট প্রার্থী।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দুই হেভিওয়েট প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানান মেক্সিকোর প্রেসিডেন্ট পেনা নিয়েতো। ওই আমন্ত্রণের প্রেক্ষিতেই তার এ সফর।

এর আগে দেশটি সম্পর্কে ব্যাপক নেতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের এ ব্যবসায়ী কাম রাজনীতিক।

টুইটারে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, আমি মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকো পেনা নিয়েতোর আমন্ত্রণ গ্রহণ করেছি। বুধবার তার সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে।

টুইটারে দেওয়া অন্য এক পোস্টে মেক্সিকোর কর্তৃপক্ষও বুধবার দেশটির প্রেসিডেন্ট পেনা নিয়েতো’র সঙ্গে ট্রাম্পের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

এক টুইট বার্তায় মেক্সিকোর প্রেসিডেন্ট পেনা নিয়েতো বলেন, মেক্সিকোর স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আমি সবসময়ই আলোচনায় আগ্রহী। বিশেষ করে যেখানে মেক্সিকানদের রক্ষা করার বিষয় থাকে।

মেক্সিকোর প্রেসিডেন্টের দফতরের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘একান্তে’ বৈঠক করবেন প্রেসিডেন্ট পেনা নিয়েতো।

মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতে অভিবাসন নীতিসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে নির্বাচনি প্রচারণায় যুক্তরাষ্ট্রে অভিবাসী মেক্সিকানদের ‘সন্ত্রাসী’ ও ‘ধর্ষক’ হিসেবে অ্যাখ্যা দেন ডোনাল্ড ট্রাম্প।

/এমপি/