আটক ১১ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

আসামের আটককেন্দ্র থেকে ওই বাংলাদেশিদের ফেরত পাঠাবে ভারতদুই শিশুসহ ভারতের শিলচর ডিটেনশন সেন্টারে আটক থাকা ১১ বাংলাদেশিকে শিগগিরই দেশে ফেরত পাঠানো হচ্ছে। বুধবার (৩১ আগস্ট) ভারতের আসাম রাজ্যের কাচার জেলার ডেপুটি কমিশনার এস. বিশ্বনাথান খবরটি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
এস. বিশ্বনাথান বলেন, ‘বাংলাদেশ সরকার শিলচর ডিটেনশন সেন্টার থেকে ৯ বাংলাদেশিকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি পাওয়ার পর দুই শিশুসহ ওই বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে।
হিন্দুর প্রতিবেদনে বলা হয়, গত বছর মৌলভীবাজারে দুই দেশের ডেপুটি কমিশনার/ম্যাজিস্ট্রেট পর্যায়ের বৈঠকে আটককৃতদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। সেসময় সিলেট ও মৌলভীবাজরের ডেপুটি কমিশনারদের হাতে আটককৃতদের একটি তালিকাও তুলে দেওয়া হয়েছিল।
বিশ্বনাথান বলেন, ‘প্রাথমিক এ পদক্ষেপের মধ্য দিয়ে আমরা নিশ্চিত যে ভবিষ্যতে বাকি আটককৃতদেরও ফেরত পাঠানো যাবে। এ প্রক্রিয়া ধীরগতির হলেও আমরা খুশি যে এ ইস্যুটি নিয়ে যৌক্তিক উপসংহারে পৌঁছা গেছে।’
/এফইউ/