গ্যাবনে রাজনৈতিক অস্থিরতা, নিহত ২

3600

গ্যাবনের বিরোধী দল জানিয়েছে, রাজনৈতিক সহিংসতায় রাজধানী লিবারভিলে অন্তত দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবারের এই সংঘাতে আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন।

সূত্র জানায়, নিরাপত্তাবাহিনী প্রেসিডেন্ট আলি বঙ্গোর বিরোধী নেতা জিন পিং এর দলীয় কার্যালয়ে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

জিন পিং বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে কার্যালয় ভবনটি ঘিরে রাখা হয়। পরে হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপ করা হয়।’

বঙ্গো সামান্য ব্যবধানে নির্বাচনে জয়ী হওয়ার পর হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ তার কার্যালয়ের বাইরে সমবেত হয়ে প্রতিবাদ জানায়।

জিন পিং এর সমর্থকদের দাবি অনুযায়ী সরকার নির্বাচনে কারচুপি করেছে এবং বঙ্গো অবৈধভাবে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় গেছেন।

তারা আরও জানান, নিরাপত্তা বাহিনী রাতারাতি তাদের কার্যালয় ঘিরে ফেলে ও দুই কর্মীকে হত্যা করে।

এদিকে সরকারের এক মুখপাত্র জানান , কিছু ‘দুর্বৃত্ত’ সংসদ ভবনে অগ্নি সংযোগ ও ভাংচুর করার প্রেক্ষিতে এক অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী।

সূত্র: গার্ডিয়ান 

/ইউআর/