বিশ্বের প্রথম মুখমণ্ডল প্রতিস্থাপনকারী নারীর মৃত্যু

ইসাবেল দিনোর

বিশ্বের প্রথম আংশিক মুখমণ্ডল প্রতিস্থাপনকারী করা নারী ইসাবেল দিনোর মারা গেছেন। গত ২২ এপ্রিল ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইসাবেল-এর পরিবারের ইচ্ছার কারণেই মৃত্যুর খবর দেরি করে প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ইসাবেল দিনোর ইমিনোসপ্রেসেন্ট নামক ওষুধ ব্যবহার করতেন। তবে এর অতিরিক্ত ব্যবহারের ফলে তিনি দুর্বল হয়ে পড়েন। এক পর্যায় তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। মুখমণ্ডল প্রতিস্থাপনের কারণে তিনি ক্যান্সারে আক্রান্ত হন বলে জানা যায়।

৩৫ বছর বয়সে ইসাবেল দিনোর-এর পোষা কুকুর তার নাক ও মুখে কামড় দেয়। এরপর ২০০৫ সালে তিনি ১৫ ঘণ্টার অস্ত্রোপচারে আংশিক ফেস ট্রান্সপ্লান্ট করেন। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থাকার পর ৪৯ বছর বয়সে একটি ফরাসি হাসপাতালে তার মৃত্যু হয়।

চিকিৎসকরা তার মৃত্যুর প্রকৃত কারণ জানাননি। তবে তারা জানিয়েছেন, ইসাবেল দিনোর-এর শরীর ওই মুখমণ্ডল প্রতিস্থাপনকে গ্রহণ করতে পারেনি।

উল্লেখ্য, ইসাবেল দিনোর-এর মুখমণ্ডল প্রতিস্থাপনের পর বিশ্বজুড়ে ৩০ জনেরও বেশি মানুষ মুখমণ্ডল প্রতিস্থাপন করিয়েছেন।

/এমপি/