ব্রেক্সিটের পর নভেম্বরে ব্রিটেনের প্রথম বাজেট ঘোষণা

ফিলিপ হ্যামন্ডইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার ব্যাপারে গণরায়ের পর আগামী নভেম্বরে প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছে ব্রিটেন। বৃহস্পতিবার দেশটির অর্থ মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ব্রেক্সিট ইস্যুতে গণভোট অনুষ্ঠানের ঠিক পাঁচ মাস পর আইনপ্রণেতাদের উদ্দেশে তার প্রথম ‘অটাম স্টেটমেন্ট’ উপস্থাপন করবেন। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে তিনি পার্লামেন্টে এটি তুলে ধরবেন। এতে কর ও ব্যয়ের পাশাপাশি বাজেটে কনজারভেটিভ পার্টির সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধির সর্বশেষ চিত্র তুলে ধরা হবে।

উল্লেখ্য, অটাম স্টেমেন্টকে ব্রিটেনের মিনি-বাজেট হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত মার্চ মাসে কর ও ব্যয় সংক্রান্ত মূল বাজেট ঘোষণা করা হয়। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/