স্বাধীনতার দাবিতে ৮ লক্ষাধিক কাতালানের বিক্ষোভ

স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে দেশটি উত্তরপূর্বাঞ্চলীয় বার্সেলোনাসহ পাঁচটি শহরে আট লাখেরও বেশি কাতালান জনগণ বিক্ষোভ প্রদর্শন করেছে। কেন্দ্রীয় সরকারের সাংবিধানিক বিরোধিতা সত্ত্বেও স্থানীয় নেতারা ওই বিক্ষোভের ডাক দেন।

বার্সেলোনায় কাতালানদের বিক্ষোভ

স্থানীয় পুলিশ জানিয়েছে, রবিবারের ওই বিক্ষোভে আট লাখেরও বেশি কাতালান অংশগ্রহণ করেছেন। তবে কেন্দ্র সরকারের মতে, বিক্ষোভকারীদের সংখ্যাটা তিন লাখ ৭০ হাজার।

রবিবার ছিল কাতালোনিয়ার জাতীয় দিবস, লা দিয়াদা। দিবসটিকে সামনে রেখে স্বাধীনতার দাবিতে বিক্ষোভের ডাক দেন স্থানীয় নেতারা। তারা ২০১৭ সালেই স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক কাতালোনিয়া রাষ্ট্র গঠনের পরিকল্পনা প্রকাশ করেছেন।

কেন্দ্রীয় প্রশাসনের ওপর কাতালোনিয়ার পৃথক হওয়ার বিষয়টি ব্যাপক চাপ সৃষ্টি করেছে। গত আট মাসে স্পেনে দুটি নির্বাচনের পরও সরকার স্থায়িত্ব পায়নি। স্পেনের বর্তমান অন্তর্বর্তীকালীন রক্ষণশীল সরকার সাংবিধানিক আদালতের মাধ্যমে কাতালোনিয়ার গণদাবিকে অস্বীকার করেছে। গত কয়েক মাসে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ম্যারিয়ানো রাহয়-এর ওপর চাপও বেড়েছে ব্যাপকভাবে।

কাতালোনিয়ার পতাকা হাতে কাতালান জনগণ

২০১৫ সালের সেপ্টেম্বরে কাতালোনিয়া প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় সেখানকার স্বাধীনতাকামীরা। নির্বাচনের ওই ফলের মধ্য দিয়ে স্পেন থেকে পৃথক হয়ে নতুন রাষ্ট্র গঠনের পথে এক ধাপ এগিয়ে যায় কাতালানরা।  

গতবছর একটি সার্বভৌম কাতালান রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেয় কাতালান পার্লামেন্ট। তারা গণভোটের ডাক দিলেও তা মানতে অস্বীকার করে স্পেনের কেন্দ্র সরকার এবং সাংবিধানিক আদালত।

কাতালোনিয়ার মোট জনসংখ্যা ৭৫ লাখ। চলতি বছরের জুলাইয়ে এক মতামত জরিপে দেখা যায়, সেখানকার ৪৮ শতাংশ জনগণ স্বাধীনতার পক্ষে ঈবং ৪২ শতাংশ এর বিরুদ্ধে। বাকি ১০ শতাংশ এখনও নিশ্চিত নয়।

স্বাধীনতার দাবিতে কাতালান জনগণ

তবে কাতালোনিয়ার প্রাদেশিক সরকারও কম সমস্যায় নেই। ২৮ সেপ্টেম্বর  চার্লস পুইজেমন্ট সরকার আস্থাভোটের সম্মুখীন হচ্ছে।

তবে রবিবার কাতালোনিয়ার প্রধানমন্ত্রী পুইজেমন্ট এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আবারও অনুরোধ করছি, একটি গণভোট আয়োজন করার জন্য। জনগণ স্পেনের সঙ্গে থাকতে চান কিনা, তা জানার জন্য এটাই সর্বোত্তম উপায়।’

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/