সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। আরবি জিলহজ মাসের ১০ তারিখ উদযাপিত হয় ঈদুল আজহা। এটি একইসঙ্গে হজ অনুষ্ঠানেরও তৃতীয় দিন।

মক্কায় ঈদের জামাত

মুসলিমরা এই দিনটিকে হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমার কথা স্মরণ করে পালন করে থাকে। প্রায় চার হাজার বছর আগে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় হজরত ইব্রাহিম (আ.) তার ছেলে হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার উদ্যোগ নেন। তখন পরম করুণাময়ের আদেশে হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি করা হয়। হজরত ইব্রাহিম (আ.)-এর সেই ত্যাগের মহিমার কথা স্মরণ করেই মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকেন। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হলেও পরের দুই দিন, অর্থাৎ ১১ ও ১২ জিলহজেও পশু কোরবানির বিধান আছে।

আরাফাতের ময়দানে হাজিদের ঈদের জামাত

গত ২ সেপ্টেম্বর (শুক্রবার) সৌদি সুপ্রিম কোর্ট জানিয়েছে, সেখানে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তখনই নির্ধারিত হয় ঈদুল আজহার দিনটি।

সৌদি আরবের রাজধানী রিয়াদের জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকাল ৬ টায় ঈদের নামাজের পর খুতবা ও মোনাজাতে মুসলিম উম্মাহ ও সমগ্র বিশ্বের শান্তি কামনা করে দোয়া করা হয়।

ফিলিপাইনে ঈদুল আজহার জামাত

বাংলাদেশে একদিন পর জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল ঈদুল আজহা উদযাপিত হবে। তবে দেশের কোনও কোনও অঞ্চলে সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে আজ ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে। ভারত এবং পাকিস্তানেও আগামীকাল ঈদুল আজহা উদযাপিত হবে।

ইন্দোনেশিয়ায় ঈদের জামাত

সৌদি আরব, কাতার, কুয়েত, জর্দান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ইরান, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের সব দেশেই ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এশিয়া ও আফ্রিকার আরও কিছু দেশে আজ এ উৎসব উদযাপিত হচ্ছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ওমান, লাওস, ব্রুনেইসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশগুলোতে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা।  

যুক্তরাষ্ট্রের ফিকাহ কাউন্সিল অব নর্থ আমেরিকা আগেই জানিয়েছে, তারা সৌদি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী ১২ সেপ্টেম্বর ঈদ পালন করবে। একইভাবে ইউরোপিয়ান কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড রিসার্চ কর্তৃপক্ষও সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে।

ইরানে ঈদুল আজহা

ফ্রান্স, জার্মানি, ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের মুসলিমদের অনেকেই আজ ঈদুল আজহা পালন করছেন। তবে অনেক অভিবাসীরা আবার নিজ দেশের সঙ্গে সঙ্গতি রেখে ঈদুল আজহা পালন করবেন বলে জানিয়েছেন। রাশিয়ার মুসলিম কমিউনিটিও সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে আজ ঈদুল আজহা উদযাপন করছে।

মস্কোতে ঈদের জামাত

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাক, ইয়েমেন, লিবিয়া, সুদান ও ফিলিস্তিনেও উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। তবে এই পবিত্র দিনেও সিরিয়ায় সংঘর্ষ থেমে নেই। বিভিন্ন স্থানে প্রেসিডেন্ট আসাদের অনুগত বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে বিদ্রোহীদের। আজ সূর্যাস্তের পর দেশটিতে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

সৌদি আরবে ঈদ উদযাপন

ঈদুল আজহার দিনটিতে বিশ্বের মুসলিম অধ্যুষিত দেশগুলোতে ছুটি ঘোষণা করা হয়। তবে বিভিন্ন দেশে ওই ছুটির তারতম্য রয়েছে। সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে থেকেই দুই সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়। তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম ১০ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত নয় দিনের ছুটি ঘোষণা করেছেন। একইভাবে কুয়েতেও নয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ২০০২ সাল থেকে ফিলিপাইনেও ঈদুল আজহায় ছুটি ঘোষণা করা হয়।

সূত্র: আল-জাজিরা, সৌদি গ্যাজেট, রয়টার্স।

/এসএ/