বিশ্বের উচ্চতম সেতু নির্মাণ করছে চীন

3500

চীনে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের উচ্চতম সেতু। চীনা প্রকৌশলীরা ইতোমধ্যে সেতুটির মূল নকশা তৈরি করে ফেলেছেন।  

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় বেইপানজিয়াং নামের ওই সেতু নির্মিত হবে। নদীবক্ষ থেকে ওই সেতুর উচ্চতা হবে ৫৬৫ মিটার বা ১ হাজার ৮৫৪ ফিট। গুইঝাও রাজ্যের যান বিভাগ এক বিবৃতিতে এ কথা জানায়।

রবিবার প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, সি দু নদীর ওপর দিয়ে হুবেই রাজ্যের ওই সেতুটি হবে বিশ্বের উচ্চতম সেতু।  

এই সেতু লিউপানশুই থেকে জুয়ানউই এবং প্রতিবেশি রাজ্য ইউনানের মধ্যে সড়ক যোগাযোগ সহজ করে তুলবে এবং যানজট কমাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও উচ্চতম সেতুগুলোর বেশ কয়েকটি চীনে অবস্থিত।তবে বর্তমান সেতুটিকে দূরত্বের চেয়ে কাঠামোগত দিক থেকে উচ্চতম বলে বিবেচনা করা হচ্ছে।

সূত্র: গার্ডিয়ান 
/ইউআর/