ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট পেরেসের অবস্থা স্থিতিশীল

download (8)

ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেসের অবস্থা ‘আশঙ্কাজনক হলেও স্থিতিশীল’ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তিরানব্বই বছর বয়সী পেরেস এক স্ট্রোকের পর চিকিৎসাধীন রয়েছেন।

পেরেসের জামাতা ও ব্যক্তিগত চিকিৎসক রাফি ভালদান বুধবার তার স্থিতিশীল অবস্থার বিষয়টি নিশ্চিত করেন।    

ভালদান বলেন, স্ট্রোকের পর পেরেসের নিউরোলজিক্যাল ক্ষতি কতখানি হয়েছে সে সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে মঙ্গলবার স্ট্রোকের ফলে তার মস্তিষ্কের ডান দিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও জানান তিনি।

ভালদান বলেন, “রক্তচাপ, হৃৎস্পন্দন ও অন্যান্য দিক থেকে তার অবস্থা সার্বিকভাবে ভালো, ‘আশাবাদী’ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।”  

তিনি আরও বলেন, ‘তার আরোগ্য হওয়ার সকল সম্ভাবনা রয়েছে। কেবল নিউরোলজিক্যাল ক্ষতিটুকু কতখানি কাটিয়ে উঠতে পারবেন তা কেউ বলতে পারে না।’

ভালদান জানান, পেরেস মঙ্গলবার সম্পূর্ণ সুস্থ দেহে এক বৈঠকে যোগ দেন। হঠাৎ মাথা ধরলে তাকে হাসপাতালে নেওয়া হয় ও দেখা যায় একটি গুরুতর স্ট্রোক হয়ে গেছে তার।

পেরেস ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে একবার ও প্রধানমন্ত্রী হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৪ সালে নোবেল পুরস্কার পান, ১৯৯৩ সালে ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন করায় তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। রাজনীতিতে তার পদচারনা প্রায় ৭০ বছরেরও বেশি সময় ধরে। ইসরায়েলের উন্নয়নে প্রায় প্রতিটি ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন।

সূত্র: রয়টার্স 

/ইউআর/