এবার সত্যিই মিললো মালয়েশিয় বিমানের ধ্বংসাবশেষ

2800

মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ৩৭০ এর বিশাল এক টুকরো ধংসাবশেষ পাওয়া গেছে। তানজানিয়ার উপকূল থেকে পাওয়া গেছে বিমানটির ডানার একটি বড় অংশ।

বিমানটি নিখোঁজ হয় ২০১৪ সালের মার্চ থেকে। তারপর থেকে দুই বছর ধরেই বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেতে অনুসন্ধান চলছে। বিমানটি কুয়ালালামপুর থেকে ২৩৯ যাত্রী নিয়ে বেইজিং যাচ্ছিলো।

এর আগেও অনুসন্ধানকারীরা ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপ থেকে এই বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। তবে এবারে দক্ষিণ আফ্রিকার রদ্রিগেজ দ্বীপের উপকূল থেকে পাওয়া এই ডানাটি সবচেয়ে বড়। অন্য অংশগুলোর সঙ্গে মিলিয়ে দেখে নিশ্চিত হওয়া গিয়েছে যে এটি এমএইচ৩৭০ এরই ধংসাবশেষ।

সূত্র: গার্ডিয়ান 

/ইউআর/