২ বছর পর কানাডার গুপ্তচরকে মুক্তি দিলো চীন

_91218977_hi035325401

দুই বছর আগে চীনে গুপ্তচর হিসেবে সস্ত্রীক গ্রেফতার হওয়া ক্যাভিন গারাট মুক্তি পেয়েছেন। স্ত্রী জুলিয়া গারাটসহ দেশে ফিরেছেন তিনি।তবে ক্যাভিনকে দুই বছর আটকে রাখা হলেও, ২০১৪ সালের ফেব্রুয়ারিতেই মুক্তি দেওয়া হয় জুলিয়াকে।

গ্রেফতারের আগে চীনে উত্তর কোরিয়া সীমান্তের কাছাকাছি বাস করতেন এই দম্পতি। রাষ্ট্রীয় গোপন তথ্য চুরি করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চীন সফর করার পর পরি মুক্তি দেওয়া হয় ক্যাভিনকে। তার পরিবার থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার আদালতে নির্দেশ জারির পর পরই তিনি দেশে ফিরে যান।

বিবৃতিতে আরও বলা হয়, গারাট পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী ও যারা তার মুক্তির জন্য চেষ্টা করেছেন সবাইকে শুভেচ্ছা জানানো হচ্ছে।

এর আগে অগাস্ট মাসে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে চীনের প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রীকে নিশ্চিত করেন, ক্যাভিনের সঙ্গে মানবিক আচরণ করা হবে।

উল্লেখ্য, এই দম্পতি ১৯৮৪ সাল থেকে চীনের ডানডং এ বাস করছিলেন। তারা একটি জনপ্রিয় কফিশপ চালাতেন ও খৃষ্টান দাতব্য কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

সূত্র: বিবিসি

/ইউআর/