বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

পুনরুদ্ধারকৃত অর্থ ফেরত দিতে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংককে আদালতের আদেশ

bb-2নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর যেটুকু অর্থ উদ্ধার করা হয়েছে, তা বাংলাদেশ ব্যাংককে ফেরত দিতে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক (বিএসপি)-কে আদেশ দিয়েছেন দেশটির একটি স্থানীয় আদালত। সোমবার এক সরকারি আইনজীবী এ কথা জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাক করে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ৯৫১ মিলিয়ন ডলার চুরির চেষ্টা করে। পরে বেশ কিছু পেমেন্ট অর্ডার বন্ধ করে দিয়ে বেশিরভাগ অর্থচুরি ঠেকানো গেলেও ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনে স্থানান্তরে সক্ষম হয় হ্যাকাররা। ওই অর্থ ফিলিপাইনের রিজাল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) ব্যাংকের জুপিটার ব্রাঞ্চের চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। পরে তা চলে যায় ক্যাসিনোতে।
আদালতের রায়ে বাংলাদেশকে ফিলিপাইন থেকে উদ্ধার করা অর্থের প্রকৃত মালিক বলে ঘোষণা করা হয়। মোট ১৫ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংককে ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ফিলিপাইনের বিচার বিভাগের প্রধান আইনজীবী রিকার্দো পারাস ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধির সামনে রায়ের কপি পড়ে শোনান।

এর আগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ওই উদ্ধারকৃত অর্থের মালিক দাবি করে ফিলিপাইনের আদালতে একটি আবেদন দাখিল করা হয়েছিল।

পারাস রয়টার্সকে বলেন, ‘আদালত বিএসপি-র ভল্ট থেকে ওই অর্থ বাংলাদেশকে ফেরত দিতে আদেশ দিয়েছেন।’   

ফিলিপাইনের সিনেট তদন্ত কমিটির শুনানিতে এক ক্যাসিনো ব্যবসায়ী দাবি করেছিলেন, তিনি ওই চুরি যাওয়া অর্থ থেকে ৩৫ মিলিয়ন গ্রহণ করেছিলেন। যেখান থেকে ১৫ মিলিয়ন তিনি ফেরত দেন। তবে এটা পরিষ্কার নয় যে, বাকি অর্থ কোথায় গেছে। বাংলাদেশ ক্যাসিনো থেকে উদ্ধার হওয়া ২.৭ মিলিয়ন ডলার ফেরত পাওয়ার জন্যও আবেদন করেছে।  

/এসএ/