X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৪, ২২:২১আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২২:২১

তিনটি গ্রামের সেনা পূর্ব থেকে পশ্চিম দিকে সরিয়ে নিয়েছে ইউক্রেন। রবিবার (২৮ এপ্রিল) সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে জানিয়েছেন ইউক্রেনের এক শীর্ষ কমান্ডার কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সেনাদের সংখ্যা উল্লেখ না করে ইউক্রেনের শীর্ষ কমান্ডার জানিয়েছেন, তিনটি গ্রামের সেনা পূর্ব থেকে পশ্চিমে সরিয়ে নেওয়া হয়েছে। ওই এলাকায় হামলা জোরদার করেছে রুশ বাহিনী।

সিরস্কি মনে করেন, এই সপ্তাহে অনুমোদিত ৬১ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজের অস্ত্র সরবরাহ করার পর এটি স্থিতিশীল হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি বলেন, সামনের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই এলাকায় ফেব্রুয়ারি মাসে দখল করে নেয় রুশ বাহিনী।

তিনি বলেন, মারিঙ্কা, বার্ডিচি ও সেমেনিভকা গ্রামের পশ্চিমে নতুন অবস্থান নিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

তিনি আরও বলেন, এই এলাকায় কিছু কৌশলগত সাফল্য অর্জন করেছে রুশ বাহিনী। কিন্তু অভিযানে সুবিধা অর্জন করতে পারেনি।

এদিকে, রবিবার বার্ডিচির নভোবাখমুটিভকা নামের একটি গ্রাম দখল করার কথা জানিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের আর্টিলারি শেল ও জনবলের অভাবের সুযোগ নিয়ে আভদিভকা শহর দখল করার পর ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তারা।

ওপেন-সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষকরা বলেন, আভদিভকা দখল করার পর ওচেরেটাইন গ্রামের দিকে ১৫ কিলোমিটারেরও বেশি অগ্রসর হয়েছেন রুশ সেনারা।

ইউক্রেনের শহর চসিভ ইয়ার একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। কারণ এটি কোস্তিয়ানতিনিভকা, স্লোভিয়ানস্ক ও ক্রামতোর্স্ক শহরের প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চাসিভ ইয়ারের কাছে ইউক্রেনের পাল্টা আক্রমণ প্রতিহত করেছে রুশ বাহিনী।

/এসএইচএম/
সম্পর্কিত
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
খারকিভের সীমান্ত শহরে প্রবেশের দাবি রাশিয়ার
গাজার উত্তর ও দক্ষিণ দিক থেকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনারা
সর্বশেষ খবর
ফল প্রত্যাখ্যান, ভোট পুনর্গণনার আবেদন দুই প্রার্থীর
ফল প্রত্যাখ্যান, ভোট পুনর্গণনার আবেদন দুই প্রার্থীর
একসঙ্গে জিপিএ-৫ পেলো যমজ দুই বোন
একসঙ্গে জিপিএ-৫ পেলো যমজ দুই বোন
এসবি কর্মকর্তার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক: তথ্য চেয়ে পুলিশ সদর দফতরে চিঠি
এসবি কর্মকর্তার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক: তথ্য চেয়ে পুলিশ সদর দফতরে চিঠি
মিয়ানমারের গোলার শব্দ আতঙ্ক ছড়াচ্ছে এপারে
মিয়ানমারের গোলার শব্দ আতঙ্ক ছড়াচ্ছে এপারে
সর্বাধিক পঠিত
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
কুড়িগ্রামের যে স্কুলে শতভাগ ফেল!
কুড়িগ্রামের যে স্কুলে শতভাগ ফেল!