উইলিয়াম-কেটকে শরণার্থী সংকটে পদক্ষেপ রাখতে বললেন আয়লানের ফুফু

ভূমধ্যসাগর পার হতে গিয়ে ডুবে যাওয়া শিশু আয়লান কুর্দির ফুফু তিমা কুর্দি ব্রিটিশ যুবরাজ উইলিয়াম ও তার স্ত্রী কেটের প্রতি যুক্তরাজ্যে আরও সিরিয়ান শরণার্থী গ্রহণ করার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ রাখার আহ্বান জানিয়েছেন।

কানাডার ভ্যাঙ্কুবারে তিমার সঙ্গে দেখা করেন ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ। তিমা তাদের প্রতি নিজেদের প্রভাব খাটিয়ে ব্রিটেনে আরও সিরিয়ান শরণার্থীর প্রবেশগম্যতা বৃদ্ধি করার আহ্বান জানান।

স্কাই নিউজকে তিমা বলেন, ‘তাদের ক্ষমতা আছে যে কোন বার্তা পৌঁছে দেওয়ার ও অনুপ্রাণিত করার। আশা করি তারা তা করবেন।’

গত বছর ২ সেপ্টেম্বর তুরস্ক উপকূলে ভেসে ওঠে আয়লানের মৃতদেহ। সৈকতের বালিতে পড়ে থাকা মৃত আয়লানের ছবিটি বিশ্বজুড়ে শরণার্থী সংকটের প্রতীক হয়ে ওঠে।

তিমা বলেন, ‘আমি জানি কোন পরিস্থিতিতে পালিয়ে আসছিলেন। এটা অত্যন্ত কষ্টকর। আয়লানের ছবি দেখে আমার ভয়ঙ্কর রাগ হয়েছিলো। আমার ইচ্ছে হয়েছিলো, চিৎকার করে পুরো বিশ্বকে বলি, যথেষ্ট হয়েছে, আর না।’

উল্লেখ্য, শনিবার উইলিয়াম ও কেট তাদের শিশুসন্তান প্রিন্স জর্জ ও প্রিন্সেস শার্লটকে নিয়ে সাতদিনের সফরে কানাডা পৌঁছান।রবিবার তারা কানাডার প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে শরণার্থী সংকট নিয়ে আলোচনা করেন।কানাডা ২০১৫ সালের নভেম্বর থেকে এ বছর ফেব্রুয়ারির মধ্যে অন্তত ২৫ হাজার শরণার্থীকে পুনর্বাসন করেছে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

/ইউআর/