অর্ধশতাব্দীরও বেশি সময় পর কিউবায় মার্কিন রাষ্ট্রদূত

অর্ধশতাব্দীরও বেশি সময় পর গত বছর জুলাইয়ে হাভানায় মার্কিন দূতাবাস চালু করার পর, এবার নিয়োগ দেওয়া হলো নতুন রাষ্ট্রদূত।

জেফরি দেলোরেন্তিস

১৯৬১ সালে কিউবায় কমিউনিস্ট বিপ্লবের পর যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। পরবর্তীতে একের পর এক মার্কিন বাণিজ্যিক নিষেধাজ্ঞায় জর্জরিত হয় কিউবা।

৫৪ বছর পর ২০১৫ সালে কূটনৈতিক তৎপরতা শুরুর উদ্যোগে নেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো। গত বছর জুলাইয়ে হাভানায় পুনরায় চালু করা হয় মার্কিন দূতাবাস। দুই দেশের মধ্যে চালু হয় বিমান চলাচল। এরই ধারাবাহিকতায় ওবামা চলতি বছরে কিউবা সফরে যান। আর এবার নিয়োগ দেওয়া হলো নতুন রাষ্ট্রদূত।

বারাক ওবামা ও রাউল ক্যাস্ত্রো

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, হাভানায় দূতাবাসের দায়িত্ব নিতে যাচ্ছেন জেফরি দেলরেন্তিস। এই বন্ধুত্বপূর্ণ প্রক্রিয়ায় উচ্ছ্বসিত বারাক ওবামা বলেন, ‘এর ফলে আমাদের বন্ধুত্ব আরও অগ্রসর হলো।’

নবনিযুক্ত রাষ্ট্রদূত জেফরি দেলোরেন্তিস সম্পর্কে ওবামা বলেন, ‘এই পদের জন্য তার চেয়ে ভালো কোনও বিকল্প হতে পারে না।’

তবে কংগ্রেসে রিপাবলিকান সদস্যরা এই প্রক্রিয়ার সমালোচনা করেছেন। সিনেটর মার্কো রুবিও এখনই অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে নন। তিনি বলেছেন, ক্যাস্ত্রো পরিবারের শাসনের পতনের পরই হয়তো কিউবার অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিয়ে ভাবা যেতে পারে।

সূত্র: বিবিসি।

/এসএ/