X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মে ২০২৪, ২১:১২আপডেট : ০৬ মে ২০২৪, ২১:১২

ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করেছে বাইডেন প্রশাসন। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে কোনও তথ্য জানায়টি সূত্রটি। তবে সূত্রটি বলছে, অস্ত্রের চালান স্থগিত করার বিষয়টি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ইসরায়েলের সম্ভাব্য হামলার সঙ্গে সংশ্লিষ্ট নয়। এমনকি এটি ইসরায়েলে অন্যান্য চালানকেও ব্যাহত করবে না। রবিবার (৫ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।

স্থগিত করা অস্ত্রের চালান নিয়ে জানতে চাইলে জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র ইসরায়েলকে দেওয়া চলমান নিরাপত্তা সহায়তার কথা উল্লেখ করে বলেন, ‘৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলকে কোটি কোটি ডলারের নিরাপত্তা সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে জরুরি সহায়তা দেওয়ার জন্য সর্ববৃহৎ সহায়তা প্যাকেজও পাস করেছে। ইরানি হামলার বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষায় যৌথভাবে কাজ করেছে এবং ইসরায়েল যেসব হুমকির মুখোমুখি হচ্ছে তা থেকে তাদের রক্ষায় আরও যা যা করা প্রয়োজন তার সবই করবে যুক্তরাষ্ট্র।’

মার্কিন সংবাদমাধ্য অ্যাক্সিওস প্রথম অস্ত্র চালান স্থগিতের খবরটি প্রকাশ করে বলে জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের প্রতি মার্কিন নীতিতে কোনও পরিবর্তন হয়নি। এমনকি ইসরায়েল-হামাস সংঘাতের জন্য গত মাসেই একটি বৈদেশিক সহায়তা বিলে স্বাক্ষর করেছে বাইডেন প্রশাসন। ওই বিলে ইসরায়েল-হামাস সংঘাতের জন্য ২ হাজার ৬০০ কোটি ডলার বরাদ্ধ রয়েছে। এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি ডলারের ইসরায়েলি সামরিক সহায়তা, গাজার জন্য ৯০০ বিলিয়ন ডলারের মানবিক সহায়তা এবং আঞ্চলিক মার্কিন সামরিক অভিযানের জন্য ২৪০ কোটি ডলার বরাদ্ধ রয়েছে।

তবে রাফাহ শহরে একটি সম্ভাব্য ইসরায়েলি অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তারা। সেখানে দশ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

বর্তমানে ইসরায়েল-হামাস যুদ্ধে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি নিয়ে নিবিড় আলোচনার প্রচেষ্টায় রয়েছে যুক্তরাষ্ট্র।

/এএকে/
সম্পর্কিত
খারকিভে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গ্যান্টজের পদত্যাগের হুমকি
তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য মরিয়া ইউক্রেনীয় সেনারা
সর্বশেষ খবর
খারকিভে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন
খারকিভে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গ্যান্টজের পদত্যাগের হুমকি
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গ্যান্টজের পদত্যাগের হুমকি
উপজেলা নির্বাচনের প্রচারণায় অংশ না নিতে এমপিকে রিটার্নিং কর্মকর্তার চিঠি
উপজেলা নির্বাচনের প্রচারণায় অংশ না নিতে এমপিকে রিটার্নিং কর্মকর্তার চিঠি
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক