শিমন পেরেসের শেষকৃত্যে বিশ্বনেতাদের জমায়েত

obama

ইসরায়েলের প্রাক্তন প্রেসিডেন্ট শিমন পেরেসের শেষকৃত্যে যোগ দিতে ইসরায়েল পৌঁছেছেন বিশ্বনেতারা। শুক্রবার ইসরায়েলে তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  

বুধবার ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেরেস।

ইতোমধ্যে পেরেসের শেষকৃত্যে যোগ দিতে ইসরায়েল পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমৌদ আব্বাস, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদেসহ আরও বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধান।

এই শেষকৃত্যে বক্তব্য রাখতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

যুক্তরাষ্ট্র থেকে এই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়া প্রতিনিধিদের মধ্যে রয়েছেন সাবেক  প্রেসিডেন্ট বিল ক্লিনটন।তিনিও বক্তব্য রাখবেন এই অনুষ্ঠানে।

bill

বিল ক্লিনটন ছাড়াও যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ মোট ২০ সদস্যের এক প্রতিনিধি দল শুক্রবার সকালে ইসরায়েল পৌঁছান।

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন শিমন পেরেস।পেরেস ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে একবার ও প্রধানমন্ত্রী হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৪ সালে নোবেল পুরস্কার পান। ১৯৯৩ সালে ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে অসলো শান্তি চুক্তি স্বাক্ষর করায় ইসরায়েলের তৎকালীন প্রেসিডেন্ট শিমন পেরেস, প্রধানমন্ত্রী আইক্যাক রবিন এবং ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতকে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

সূত্র: আল-জাজিরা

/ইউআর/