X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

খারকিভে রুশ হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৪, ২৩:০০আপডেট : ১৯ মে ২০২৪, ২৩:০০

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে হামলা করেছে রুশ বাহিনী। শনিবার (১৮ মে) ওই হামলায় ১০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খারকিভের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ এলাকায় হামলা করেছে রুশ সেনারা। পৃথক পৃথক ওই হামলায় একজন অন্তঃসত্ত্বা নারীসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন।

চলতি সপ্তাহে খারকিভ শহরে অবিরত রুশ আক্রমণের এটিই সর্বশেষ হামলা। এই শহরের উত্তর-পূর্বাঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা হামলা করেছে রুশ বাহিনী।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার খারকিভের বাইরে একটি বিনোদন কেন্দ্রে রুশ হামলায় পাঁচ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। ঠিক ওই সময় কুপিয়ানস্ক জেলার দুটি গ্রামেও হামলা চালায় রুশ সেনারা। সেই হামলায়ও পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ জন।

স্থানীয় গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, কুপিয়ানস্ক জেলার দুটি গ্রামে রকেট লঞ্চার দিয়ে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এদিকে, নিহত ও আহতদের সংখ্যা জানিয়েছেন খারকিভ শহরের মেয়র ইহর তেরেখভ।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে খারকিভ শহরের মেয়র ইহর তেরেখভ বলেন, দুপুরের দিকে খারকিভের কাছাকাছি একটি উপশহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে এক বিনোদন কেন্দ্রে দুইটি রুশ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। ওই হামলায় পাঁচ জন নিহতসহ ১৬ আহত হন।

উদ্ধারকর্মীরা সাংবাদিকদের বলেন, একটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। প্রায় ১৫-২০ মিনিট পরেও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে একজন ব্যক্তির মৃতদেহ পড়েছিল। ওই সময় ধ্বংসস্তূপে হ্যান্ডব্যাগ খুঁজতে গিয়ে মরদেহের দৃশ্য দেখে হতবাক হয়েছিলেন এক নারী।

৬৯ বছর বয়সী ভ্যালেন্টিনা বলেন, বিস্ফোরণের সময় আমি বাড়িতে ছিলাম। বিস্ফোরণে আমার স্বামী নিহত হয়েছেন।

তিনি চিৎকার করে বলেন, আমার স্বামী হারিয়েছি, আমার ঘর হারিয়েছি, আমার সবকিছু হারিয়েছি। এটি আমাকে খুব আঘাত দিয়েছে। তিনি চিৎকার করে আরও বলেন, তারা (রাশিয়ানরা) পশু, তাদের মানুষ হত্যা করা কেন দরকার?

/এসএইচএম/
সম্পর্কিত
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
ট্রাম্পের ব্যয়ের বিল সমর্থনকারী আইনপ্রণেতাদের শাস্তির হুমকি ইলন মাস্কের
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
সর্বশেষ খবর
রাহিব রেজার মৃত্যু: ডা. সপ্নীলসহ আরও ২ চিকিৎসকের সনদ স্থগিতের বিজ্ঞপ্তি 
রাহিব রেজার মৃত্যু: ডা. সপ্নীলসহ আরও ২ চিকিৎসকের সনদ স্থগিতের বিজ্ঞপ্তি 
চা কিংবা কফি দিয়ে চুল ধুলে যেসব উপকার পাওয়া যায়
চা কিংবা কফি দিয়ে চুল ধুলে যেসব উপকার পাওয়া যায়
জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক: পার্বত্য উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক: পার্বত্য উপদেষ্টা
ইলিশের দাম অস্বাভাবিক বাড়ানো যাবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা
ইলিশের দাম অস্বাভাবিক বাড়ানো যাবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট