X
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২

খারকিভে রুশ হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৪, ২৩:০০আপডেট : ১৯ মে ২০২৪, ২৩:০০

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে হামলা করেছে রুশ বাহিনী। শনিবার (১৮ মে) ওই হামলায় ১০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খারকিভের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ এলাকায় হামলা করেছে রুশ সেনারা। পৃথক পৃথক ওই হামলায় একজন অন্তঃসত্ত্বা নারীসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন।

চলতি সপ্তাহে খারকিভ শহরে অবিরত রুশ আক্রমণের এটিই সর্বশেষ হামলা। এই শহরের উত্তর-পূর্বাঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা হামলা করেছে রুশ বাহিনী।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার খারকিভের বাইরে একটি বিনোদন কেন্দ্রে রুশ হামলায় পাঁচ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। ঠিক ওই সময় কুপিয়ানস্ক জেলার দুটি গ্রামেও হামলা চালায় রুশ সেনারা। সেই হামলায়ও পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ জন।

স্থানীয় গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, কুপিয়ানস্ক জেলার দুটি গ্রামে রকেট লঞ্চার দিয়ে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এদিকে, নিহত ও আহতদের সংখ্যা জানিয়েছেন খারকিভ শহরের মেয়র ইহর তেরেখভ।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে খারকিভ শহরের মেয়র ইহর তেরেখভ বলেন, দুপুরের দিকে খারকিভের কাছাকাছি একটি উপশহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে এক বিনোদন কেন্দ্রে দুইটি রুশ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। ওই হামলায় পাঁচ জন নিহতসহ ১৬ আহত হন।

উদ্ধারকর্মীরা সাংবাদিকদের বলেন, একটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। প্রায় ১৫-২০ মিনিট পরেও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে একজন ব্যক্তির মৃতদেহ পড়েছিল। ওই সময় ধ্বংসস্তূপে হ্যান্ডব্যাগ খুঁজতে গিয়ে মরদেহের দৃশ্য দেখে হতবাক হয়েছিলেন এক নারী।

৬৯ বছর বয়সী ভ্যালেন্টিনা বলেন, বিস্ফোরণের সময় আমি বাড়িতে ছিলাম। বিস্ফোরণে আমার স্বামী নিহত হয়েছেন।

তিনি চিৎকার করে বলেন, আমার স্বামী হারিয়েছি, আমার ঘর হারিয়েছি, আমার সবকিছু হারিয়েছি। এটি আমাকে খুব আঘাত দিয়েছে। তিনি চিৎকার করে আরও বলেন, তারা (রাশিয়ানরা) পশু, তাদের মানুষ হত্যা করা কেন দরকার?

/এসএইচএম/
সম্পর্কিত
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ, তীব্র হামলার নির্দেশ; প্রত্যাখ্যান তেহরানের
এনসিপির কার্যালয়ের নিচে ককটেল হামলা, ইশরাকের নিন্দা
ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূলের পরই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল
সর্বশেষ খবর
মব বিপজ্জনক, বিবৃতিতে দায় সারবে না: জোনায়েদ সাকি
মাসব্যাপী জুলাই কর্মসূচি গণসংহতিরমব বিপজ্জনক, বিবৃতিতে দায় সারবে না: জোনায়েদ সাকি
মাটিতে বল ছুড়ে শাস্তি পেলেন পান্ত
মাটিতে বল ছুড়ে শাস্তি পেলেন পান্ত
বুধবার মেট্রোরেলের দুই স্টেশনে অগ্নিনির্বাপণ মহড়া চলবে
বুধবার মেট্রোরেলের দুই স্টেশনে অগ্নিনির্বাপণ মহড়া চলবে
ফিলিস্তিন-ইরানের প্রতি সংহতি জানাতে দিন ঘোষণার আহ্ববান
ফিলিস্তিন-ইরানের প্রতি সংহতি জানাতে দিন ঘোষণার আহ্ববান
সর্বাধিক পঠিত
প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ
প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
কাতারের উদ্দেশে ছাড়া ফ্লাইট নামলো ওমানে, আবার ফিরছে ঢাকায়
দোহাগামী বিমানের সব ফ্লাইট বন্ধ ঘোষণাকাতারের উদ্দেশে ছাড়া ফ্লাইট নামলো ওমানে, আবার ফিরছে ঢাকায়
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা