ছুরি হামলা ঠেকাতে পুলিশের গুলিবর্ষণ, আহত ৩

nonameহংকংয়ে এক ব্যক্তির ওপর ছুরি হামলা ঠেকাতে পুলিশের গুলিবর্ষণে তিন ব্যক্তি আহত হয়েছেন। রবিবার ইয়া মা তেই জেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আহতদের মধ্যে দুইজন হামলকারী। অন্যজন হচ্ছেন ছুরি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ব্যক্তি। তিনজনই ‘দক্ষিণ এশীয়’ বংশোদ্ভূত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস।

পুলিশ কর্মকর্তা মা ওয়াই-হিং সাংবাদিকদের বলেন, পাঁচ থেকে ছয় জন লোক এক ব্যক্তিকে আক্রমণ করেন। হামলাকারীদের কয়েকজনের হাতে ছুরি ছিল।

হামলার ব্যাপারে আর কোনও তথ্য জানানো হয়নি।

তিনি বলেন, মৌখিক সতর্কতা উপেক্ষা করা হলে হামলাকারীদের ওপর চারটি গুলি ছোড়া হয়। এতে দুই জন গুলিবিদ্ধ হন। তাদেরকে আটক করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া যার ওপর হামলা চালানো হয় সেও আহত হয়েছে। তাদের তিনজনের অবস্থাই স্থিতিশীল রয়েছে।

চীনা ভাষার পত্রিকা অ্যাপল ডেইলির ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশের পোশাক পরা একজন কর্মকর্তা কয়েকজনের দিকে বন্দুক তাক করে রয়েছেন এবং তাদেরকে অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। এরপর তিনি গুলি ছুড়ছেন।

/এমপি/